আজকাল ওয়েবডেস্ক: রাত্রিকালীন বিশেষ মেট্রোর সময় পরিবর্তন। রাত ১১টার পরিবর্তে সময় বদল করে এগিয়ে দেওয়া হয়েছে ২০ মিনিট। ব্লু লাইনে, সোমবার অর্থাৎ ২৪ জুন থেকে বিশেষ রাত্রিকালীন পরিষেবার শেষ মেট্রো চলবে ১০টা ৪০ মিনিটে। পরীক্ষামূলক ভাবে দিনকয়েক ১১টায় মেট্রো চালানোর পর আচমকা কেন এই সিদ্ধান্ত? কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক, কলকাতা মেট্রো বিষদে ব্যাখ্যা করেছেন কারণ। যাত্রীদের সুবিধায় ২৪ মে থেকে ব্লু লাইনে সোম থেকে শুক্রবার আপ-ডাউন দুই লাইনে মেট্রো চলছে রাত ১১টায়। কিন্তু প্রায় একমাসের পর্যবেক্ষণ বলছে, এই পরীক্ষামূলক পরিষেবাগুলি মেট্রো যাত্রীদের মধ্যে তেমন জনপ্রিয় হচ্ছে না। দমদম এবং কবি সুভাষের মধ্যে যাতায়াতকারী রাত ১১টার প্রতিটি ট্রেনে গড়ে মাত্র ৩০০ জন যাত্রী যাওয়া-আসা করছেন। অথচ এই পরিষেবাগুলি চালাতে মেট্রো রেলের প্রচুর খরচ হচ্ছে( চালানোর খরচ হিসাবে প্রায় ২.৭ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ হিসাবে ৫০ হাজার টাকা )। বিনিময়ে এই দুটি ট্রেন থেকে আয় হচ্ছে খুবই কম, গড়ে মাত্র ৬হাজার টাকা। এটিও লক্ষ্য করা গেছে যে অনেক স্টেশনে কাউন্টার খোলা রেখে গড়ে মাত্র ১ বা ২ টি টোকেন বিক্রি হচ্ছে। অর্থাৎ টোকেন বিক্রির হারও খুবই কম। এই পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সময় এগিয়ে আনার। ২৪ জুন থেকে এই পরীক্ষামূলক রাত্রিকালীন পরিষেবার সময় ২০ মিনিট এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ইউপিআই মোড ব্যবহার করে এএসসিআরএম মেশিন থেকে টোকেন কেনার জন্য অনুরোধ করেছে।