আজকাল ওয়েবডেস্ক : বুধবার ফের একবার সাংবাদিক বৈঠক থেকে নিজেদের দাবির কথা তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। এদিন তাঁরা বলেন, আমাদের কাছে যে ইমেল পাঠানো হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কোনও উল্লেখ ছিল না। বিভ্রান্ত দূর করতে আমরা আজ ভোর ৩টে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ইমেল করেছিলাম। আমাদের কিছু দাবি ছিল। সেই দাবিই ইমেল করে জানিয়েছিলাম। তবে সেই ইমেলের কোনও উত্তর এখনও পাইনি।

 

স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছেন জুনিয়র ডাক্তারেরা। এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। লালবাজারের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান উঠেছিল ২২ ঘণ্টা পর। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের ধর্না সেই সময়ও পেরিয়ে গেল। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তারেরা। 

 

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর থেকেই অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর আলোচনার জন্য বার্তা দিয়ে পাঠানো হয়েছিল মেল। নবান্নে অপেক্ষা করছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু শেষপর্যন্ত আসেন নি আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষপর্যন্ত নবান্ন ছাড়েন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠক থেকে সেকথা জানিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

 

আরজি কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চেয়ে মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাছে একটি মেল করা হয়। মেলটি করেছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম। সর্বোচ্চ ১০ জনকে ডাকা হয়েছিল সরকারের সিনিয়র পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য।