আজকাল ওয়েবডেস্ক: আচমকাই ভেঙে পড়ল কারখানার একাংশ। ভেতরে ছিলেন দুই নিরাপত্তারক্ষী। মারা গিয়েছেন তারা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে শিয়ালদহের এন্টালি অঞ্চলে। ঘটনাস্থলে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম।
প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে, ভেঙে পড়া কারখানাটি অ্যাসিডের কারখানা ছিল। সেখানে তৈরি হত লোহা গলানোর জিনিস। রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎই ভেঙে পড়ে কারখানার একাংশ। ভেঙে পড়ার সময় ভেতরে উপস্থিত দুই কর্মীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই দুই নিরাপত্তাকর্মী সম্পর্কে দুই ভাই।
পরিত্যক্ত ছিল ২৩ কনভেন্ট রোডের ওই কারখানাটি। সেখানেই ঘটনার সময় ছিলেন মৃত দু'জনে। তাঁদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এন্টালি থানার পুলিশও। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মেয়র।
