আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগেই শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে জোর চর্চা হয় রাজ্য রাজনীতিতে। অভিযোগ, খোদ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে। রাজভবনের এক মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই তদন্তের দেখভাল করছিলেন। সূত্রের খবর তাঁর অপসারণ চেয়েছেন রাজ্যপাল। শুধু ডিসি সেন্ট্রাল নয়, একই সঙ্গে অপসারণ চেয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের দুই শীর্ষ পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, রাজভবনের শ্লীলতাহানির ঘটনায় প্রথম থেকেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
