আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। হাসপাতাল সূত্রে খবর, গত ১৯ নভেম্বর ক্যান্সার নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল ২৩ বছরের যুবক দীপঙ্কর পালকে। ২৯ নভেম্বর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন তাঁরা।

মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ দায়ের করেন। সেই সূত্র ধরেই বুধবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের ডেকে পাঠানো হয়। ডেকে পাঠানো হয় চিকিৎসক স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়কেও। অভিযোগ, চিকিৎসককে দেখতে পেয়েই তাঁকে মারার জন্য তাড়া করেন মৃতের বাবা। এমনকি তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে রীতিমত চিকিৎসককে দৌড় করানো হয়। অন্যদিকে, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মৃতের পরিবার।