আজকাল ওয়েবডেস্ক: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন আইসিডিএস কর্মীরা। বুধবার এদের বিক্ষোভের জেরে ধর্মতলা অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে, বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর ডাকে হকার ইউনিয়নের মিছিলও বের হয়। ফলে ধর্মতলায় অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। সিটুর ডাকে হকারদের দাবি নিয়ে মিছিল শুরু হয় কার্জন পার্কের দিক থেকে। অন্যদিকে ধর্মতলায় তখন বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। ফলে ধর্মতলা সংলগ্ন এলাকার ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। দুটি কর্মসূচিরই কিছু দাবি ছিল। পরে অবরোধকারীদের সঙ্গে কথা হয় ডিসি সেন্ট্রালের। তিনি বলেন, এই দপ্তরের মন্ত্রী এই সময় বাইরে রয়েছেন। তিনি এলে কথা হবে। পুলিশের মধ্যস্থতায় উঠে যায় অবরোধ।