আজকাল ওয়েবডেস্ক: এবার "কালীঘাটের কাকু" বা সুজয়কৃষ্ণ ভদ্রর ওয়ার্ডের সামনে দুই সিআইএসএফ জওয়ান মোতায়েন করল ইডি। এই মুহূর্তে সুজয়কৃষ্ণ আছেন এসএসকেএমের আইসিইউতে। তার বাইরেই দুই জওয়ানকে রেখেছে ইডি। জানা গিয়েছে কারা তাঁর সঙ্গে দেখা করতে আসছেন, তা জানার জন্যই ইডির এই পদক্ষেপ।
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করলেও ইডি তা পারেনি। গত শুক্রবার সুজয়কৃষ্ণকে ইএসআই হাসপাতালে নিয়ে কন্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ইডির তরফে ৫জি অ্যাম্ব্যুল্যান্স নিয়ে আসা হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষপর্যন্ত ইডি তাঁকে নিয়ে যেতে পারেনি। আবার এসএসকেএম হাসপাতালে সুজয়কৃষ্ণ ভর্তি থাকলেও এখনও পর্যন্ত ইডি ওই হাসপাতাল থেকে তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি।
যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় দেশের সর্বোচ্চ আদালতের তরফে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাই সুজয়কৃষ্ণর কন্ঠস্বরের নমুনা পেতে ইডি এখন আপ্রাণ চেষ্টা করছে। সেই কারণেই নজরদারি জারি রাখতে তাদের তরফে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত।
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করলেও ইডি তা পারেনি। গত শুক্রবার সুজয়কৃষ্ণকে ইএসআই হাসপাতালে নিয়ে কন্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ইডির তরফে ৫জি অ্যাম্ব্যুল্যান্স নিয়ে আসা হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষপর্যন্ত ইডি তাঁকে নিয়ে যেতে পারেনি। আবার এসএসকেএম হাসপাতালে সুজয়কৃষ্ণ ভর্তি থাকলেও এখনও পর্যন্ত ইডি ওই হাসপাতাল থেকে তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি।
যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় দেশের সর্বোচ্চ আদালতের তরফে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাই সুজয়কৃষ্ণর কন্ঠস্বরের নমুনা পেতে ইডি এখন আপ্রাণ চেষ্টা করছে। সেই কারণেই নজরদারি জারি রাখতে তাদের তরফে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত।
