তীর্থঙ্কর দাস: বড়দিনের বাকি আর এক সপ্তাহ। তার আগে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে হল পথশিশুদের বড়দিনের বাজার। আজকাল ডট ইনে আমরা পাঠকদের দেখিয়েছিলাম মিত্রবিন্দার "ফুটপাতে পাঠশালার" গল্প। সেই ফুটপাতের শিশুরাই এই বাজারের আয়োজন করেছিল রবিবার। তাদের হাতের কাজ ছিল বাজারের অন্যতম আকর্ষণ। পথ চলতি মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। মিত্রবিন্দা ঘোষ জানালেন, "এই বাজারের ফলে পথ শিশুদের মধ্যে কনফিডেন্স আসবে যা তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে"।
এই বাজারে এসেছিলেন নেদারল্যান্ডের বাসিন্দা জুলি। বেনারসে তাঁর আলাপ হয় মিত্রবিন্দার সঙ্গে। যাবতীয় পরিকল্পনা বাতিল করে কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। নিজে একটি দোকানও দিয়েছিলেন এই বাজারে। জুলি জানিয়েছেন, এই ধরনের বাজার তিনি আগে কোথাও দেখেননি। তিনি চেষ্টা করবেন নেদারল্যান্ডে ফিরে গিয়ে পথশিশুদের নিয়ে এই ধরনের কিছু করতে। স্বেচ্ছাসেবী সংস্থা রামধনু। মিত্রবিন্দার হাত ধরেই তৈরি হয় এই রামধনু। করোনা কাল থেকে এখনো পর্যন্ত পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছেন মিত্রবিন্দা ঘোষ। সঙ্গে রয়েছেন আরও অনেকে।
এই বাজারে এসেছিলেন নেদারল্যান্ডের বাসিন্দা জুলি। বেনারসে তাঁর আলাপ হয় মিত্রবিন্দার সঙ্গে। যাবতীয় পরিকল্পনা বাতিল করে কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। নিজে একটি দোকানও দিয়েছিলেন এই বাজারে। জুলি জানিয়েছেন, এই ধরনের বাজার তিনি আগে কোথাও দেখেননি। তিনি চেষ্টা করবেন নেদারল্যান্ডে ফিরে গিয়ে পথশিশুদের নিয়ে এই ধরনের কিছু করতে। স্বেচ্ছাসেবী সংস্থা রামধনু। মিত্রবিন্দার হাত ধরেই তৈরি হয় এই রামধনু। করোনা কাল থেকে এখনো পর্যন্ত পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছেন মিত্রবিন্দা ঘোষ। সঙ্গে রয়েছেন আরও অনেকে।
