আজকাল ওয়েবডেস্ক:‌ মিশন ২০২৬। আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। আর তার আগেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২ আগস্ট থেকে আসছে ‘‌আমাদের পাড়া আমাদের সমাধান’‌ প্রকল্প। 


পাশাপাশি দুয়ারে সরকার শিবিরও চলবে বলে জানিয়েছেন মমতা। 


২১ জুলাইয়ের এক দিন পরেই নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করেন মমতা। মমতার কথায়, ‘‌আমরা অনেক সময়ে দেখি ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন–এই সব ছোট ছোট কাজের জন্যই নতুন কর্মসূচি চালু করছে সরকার।’ 

 

আরও পড়ুন:‌ এত নম্বর থাকতে হঠাৎ ৭৪ কেন? ইস্টবেঙ্গলের নতুন তারকা রশিদের জার্সিতে রয়েছে বিরাট রহস্য


মমতার কথায়, ‘‌স্থানীয় স্তরে অনেক সমস্যা থাকে। সেগুলি মেটাতেই এই নতুন প্রকল্প। গোটা দেশে ও রাজ্যে প্রথম এই প্রকল্প।’‌


নতুন সরকারি প্রকল্প ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘‌সরকারের সব দপ্তর মিলিয়ে যে কাজগুলি চলছে, সেগুলি চলবে। আমরা যতটা টাকা জোগাড় করতে পারব, তেমন ভাবে হবে। এখন তো কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে। গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ।’‌ এরপরই মমতার সংযোজন, ‘‌কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করছি মানুষের মুখের হাসি যাতে কেউ কেড়ে নিতে না পারেন।’‌  

 

 


মমতা জানিয়েছেন সরকারি পরিষেবা আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে এই নতুন প্রকল্প। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌ছোট ছোট কাজের জন্য আমাদের নতুন প্রকল্প–আমাদের পাড়া, আমাদের সমাধান। মানুষের প্রকল্প নিয়ে সরকার এবার পথে নামছে। এটা ছোট্ট প্রোগ্রাম। কিন্তু পরে বিস্তৃত হবে। সারা দেশে এধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে।’‌ তিনি আরও জানান, ‘‌তিনটি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে। প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন, কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইন পোর্টালে কাজ হবে।’‌ 

 

আরও পড়ুন:‌ বারবার চোট পাচ্ছেন আকাশ, নীতীশরা, সমাধান বাতলে দিলেন মাহি


এই প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথাও নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ। সবমিলিয়ে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। এই কাজের জন্য রাজ্যস্তরে মু্খ্যসচিবের নেতৃত্বে তৈরি হবে টাস্ক ফোর্স। জেলাস্তরেও এই টাস্ক ফোর্স তৈরি হবে। ২ মাস ধরে কাজের মাঝে পুজোয় ১৫ দিন ছুটি থাকবে। বদলে পরবর্তী অন্যদিনগুলিতে কাজ হবে।  


মমতা আরও জানান, দুয়ারে সরকারে ১০ কোটি মানুষ উপকৃত হয়েছেন। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার। এই সমস্ত কর্মসূচিতে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। এবার এল এই নতুন প্রকল্প। এই প্রকল্পেও উপকৃত হবেন সাধারণ মানুষ। 

এদিকে ২৮ জুলাই বীরভূম যাচ্ছেন মমতা ব্যানার্জি। সেদিন বাংলা ভাষার ‘‌অপমানের’‌ প্রতিবাদে একটি পদযাত্রায় অংশ নেবেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করার কথা আছে তাঁর।