আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে বড়সড় স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ১৪ জুন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি যে রক্ষাকবচের জন্য তিনি আবেদন করেছিলেন, তাও মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
সন্দেশখালির স্টিং ভিডিও কাণ্ডে বিজেপির সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের পাশাপাশি রেখার বিরুদ্ধেও সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। যার তদন্ত শুরু করে পুলিশ। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। ভোটের আবহে রক্ষাকবচের আবেদনও করেন।
মঙ্গলবার হাই কোর্ট জানাল, ১২ মে রেখা পাত্রের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। ১৪ জুন পর্যন্ত রেখাকে গ্রেপ্তার করা যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ জুন।
সন্দেশখালির স্টিং ভিডিও কাণ্ডে বিজেপির সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের পাশাপাশি রেখার বিরুদ্ধেও সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। যার তদন্ত শুরু করে পুলিশ। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। ভোটের আবহে রক্ষাকবচের আবেদনও করেন।
মঙ্গলবার হাই কোর্ট জানাল, ১২ মে রেখা পাত্রের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। ১৪ জুন পর্যন্ত রেখাকে গ্রেপ্তার করা যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ জুন।
