আজকাল ওয়েবডেস্ক: বিধাননগর মেলা আপাতত স্থগিত রাখা হল। করুণাময়ী লাগোয়া সেন্ট্রাল পার্কে বইমেলা শেষ হওয়ার পর আলোচনার ভিত্তিতে বিধাননগর মেলার দিনক্ষণ ঠিক করা হবে বলে বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়েছে বিধাননগর পুরনিগমের কাউন্সিলরদের অধিবেশনে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‌সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে বিধাননগর মেলা হয়। সেখানেই হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলার দিনক্ষণ এবার অনেকটাই এগিয়ে এসেছে। আমরা যে সময় বিধাননগর মেলা করি, সেইসময় মেলা করলে মাত্র ১৫ দিনের মতো করা যাবে। আবার মেলা শেষ হতে না হতেই স্টল খোলার কাজ শুরু করতে হবে। কারণ বইমেলার জন্য অনেকটা জায়গা লাগবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের গৌরবের, সম্মানের। তাই এই মেলা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তারজন্য বিধাননগর মেলা আপাতত স্থগিত রাখা হল।’‌ বিধাননগর মেলা ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। বিধাননগর ও লাগোয়া এলাকার মানুষ সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন। রাজ্য, দেশের বিভিন্ন প্রান্তের স্টল ছাড়াও থাকে বিদেশের স্টল। বিকিকিনির পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার। মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‌বিধাননগর মেলা আমাদের আবেগ, ভালবাসা। দীর্ঘদিন ধরে আমি এই মেলা করছি। মেলার উদ্বৃত্ত অর্থে রবীন্দ্রভবন তৈরি হবে। যেহেতু বইমেলা এগিয়ে এসেছে, তাই এরপরে কোনও একসময়ে বিধাননগর মেলা করার কথা ভাবা হয়েছে।’‌ এই মেলার আয়োজন করে বিধাননগর পুরনিগম। মেলা করার জন্য দরপত্রও ডাকা হয়েছিল। ১৮ জানুয়ারি থেকে শুরু হবে বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। পুরনিগম সূত্রে খবর, যেসব ব্যবসায়ী বা সংস্থা প্রতিবছর বিধাননগর মেলায় অংশ নেয়, তাদের অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। বইমেলার জন্য বিধাননগর মেলার দিনক্ষণ কমানো নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কেউই রাজি নয়। তারা জানিয়েছে, মেলার শেষদিকেই সাধারণত বিক্রিবাট্টা বেশি হয়। মেলার সময় কমানো হলে ব্যবসা মার খাবে। ‌‌