আজকাল ওয়েবডেস্ক: এবার আলিপুর চিড়িয়াখানায় বাসা বাঁধবে আফ্রিকার সিংহ। এর জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। একইসঙ্গে বন্য কুকুর সহ আরও কয়েকটি বন্যপ্রাণের সংখ্যা বাড়াতে চলেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই মুহূর্তে আলিপুরে যে সিংহ আছে সেগুলি সবই "এশিয়াটিক লায়ন" বা এশিয়ার সিংহ। বহু বছর আগে চিড়িয়াখানায় আফ্রিকার সিংহ ছিল। কিন্তু পরবর্তী সময়ে আর এই সিংহ আনা হয়নি। ফের নতুন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছেন এই সিংহ আনার জন্য। এবিষয়ে চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "পদ্ধতিটা হল কোনও বন্যপ্রাণ আনতে হলে তার বিনিময়ে আর একটি বন্যপ্রাণ দিতে হয়। আমরা আফ্রিকার সিংহ আনার জন্য হায়দারাবাদের চিড়িয়াখানার সঙ্গে কথা চালাচ্ছি। আমাদের থেকে তারা জিরাফ চেয়েছেন। কথাবার্তা এবং অন্যান্য "অফিসিয়াল" বিষয় সম্পন্ন হওয়ার পরেই দু"তরফের মধ্যে এই বন্যপ্রাণ বিনিময় হবে।"
এইমুহুর্তে একজোড়া অর্থাৎ একটি সিংহ এবং আর একটি সিংহী আনা হবে বলে তিনি জানান। এই সিংহ রাখার জন্য জায়গাও প্রস্তুত করে রাখা আছে বলে ডিরেক্টর জানিয়েছেন।
এইমুহুর্তে একজোড়া অর্থাৎ একটি সিংহ এবং আর একটি সিংহী আনা হবে বলে তিনি জানান। এই সিংহ রাখার জন্য জায়গাও প্রস্তুত করে রাখা আছে বলে ডিরেক্টর জানিয়েছেন।
