আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধের। শেষ মুহূর্তে বৃদ্ধের প্রাণ বাঁচালেন এক আরপিএফ কর্মী।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ। ডাউন লাইনে ট্রেন ঢোকার মুখে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ৭৩ বছরের এক বৃদ্ধ। কিন্তু ঠিক সময়েই তাঁর হাত টেনে ধরে প্রাণে বাঁচান এক আরপিএফ কর্মী। বৃদ্ধের জ্ঞান ফিরতেই তাঁকে স্টেশন ম্যানেজারের অফিসে নিয়ে যাওয়া হয়।
মেট্রো কর্তৃপক্ষকে বৃদ্ধ জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই ঘটনার পরেই বৃদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ৯টা নাগাদ বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেয় মেট্রো কর্তৃপক্ষ।