আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে গোয়াতেই অনুষ্ঠিত হবে সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল। কানাঘুষো শোনাই যাচ্ছিল, এবার তাতে সিলমোহর পড়ল। শুক্রবার নকআউট পর্বের সূচি ঘোষণা করে ফেডারেশন। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তিনটে ম্যাচের তারিখ জানানো হয়। দুটো সেমিফাইনাল ৪ ডিসেম্বর। ফাইনাল ৭ ডিসেম্বর। সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি। দ্বিতীয় সেমিফাইনাল পশ্চিমের ডার্বি। মুখোমুখি এফসি গোয়া এবং মুম্বই এফসি। 

ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব, দুটো দলই নিজেদের গ্রুপে অপরাজিত থেকে শেষ করেছে। মোহনবাগানকে গোল পার্থক্যে পেছনে ফেলে গ্রুপ শীর্ষে উঠে এসেছে লাল হলুদ। অন্যদিকে বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট এবং পরিসংখ্যান সমান ছিল পাঞ্জাবের। তাই পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। অন্য ম্যাচ পশ্চিমের ডার্বি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারলেও, প্রথম দুই ম্যাচ জেতায় সেমিফাইনালের ছাড়পত্র পায় গোয়া। অন্যদিকে কিছুটা ভাগ্যের জোরে শেষ চারে পৌঁছয় মুম্বই। প্রথম ম্যাচে আই লিগের রাজস্থান ইউনাইটেডের কাছে হারে। পরের ম্যাচে কেরল ব্লাস্টার্সের শেষ মিনিটের আত্মঘাতী গোল মুম্বইকে শেষ চারে পৌঁছে দেয়। 

আইএসএলকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই সুপার কাপের নক আউট পর্বের সূচি ঘোষিত হল। সুপার কাপ দিয়ে এবার ফুটবল মরশুম শুরু হয়েছে। তবে তারপর কী হবে কারোর জানা সেই। আইএসএলের জন্য শেষদিন পর্যন্ত বিডার পায়নি ফেডারেশন। সুতরাং, দেশের একনম্বর লিগ বিশ বাঁও জলে। কবে শুরু হবে, বা আদৌ হবে কিনা এখনও জানা নেই। যার ফলে, সুপার কাপের পর ভারতীয় ফুটবল আরও অন্ধকারে চলে যাবে।