আজকাল ওয়েবডেস্ক: নিজের জন্মদিন পালনের উচ্ছ্বাসের মধ্যেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ভুলে গেলেন না এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আত্মঘাতী ক্ষুদ্র ব্যবসায়ী তারক সাহার কথা।
শুক্রবার বিকালে বিভিন্ন জেলা থেকে অগণিত মানুষ জড়ো হয়েছিলেন কলকাতায় অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে। জড়ো হয়েছিলেন নিজেদের প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।
মুর্শিদাবাদ জেলা থেকেও একাধিক নেতা-নেত্রী হাজির হয়েছিলেন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। নেতা-নেত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা নিজেদের প্রিয় নেতার জন্য নিয়ে গিয়েছিলেন বিভিন্ন উপহার। দলের সাধারণ কর্মীদের সঙ্গে মিশে জন্মদিন পালনের সময় বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জিকে সামনে দেখতে পেয়েই তাঁর সঙ্গে বেশ কিছু জরুরি কথা সেরে নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এসআইআর আতঙ্কে বহরমপুর শহরে আত্মঘাতী ক্ষুদ্র ব্যবসায়ী তারক সাহার পরিবারের পাশে দলকে সর্বতোভাবে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর নাগাদ বহরমপুর শহরের গান্ধী কলোনি এলাকার বাসিন্দা এবং পেশায় ঝাল মুড়ি ব্যবসায়ী তারক সাহা নিজের দোকান থেকে বাড়িতে ফিরে গলায় গামছা বেঁধে আত্মঘাতী হন।
তারক সাহার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০০২-এর ভোটার তালিকায় তার নাম না থাকার জন্য ওই ব্যক্তি আতঙ্কে ছিলেন। এর পাশাপাশি সে নিজের বিবাহিত মেয়েকেও এসআইআর-এর জন্য প্রয়োজনীয় নথি দিতে পারছিলেন না।
মৃতের স্ত্রী প্রিয়া সাহা জানিয়েছেন, রাজ্য জুড়ে চলা এসআইআর- এর জন্য প্রয়োজনীয় নথি তারকের কাছে না থাকায় সে গত কয়েকদিন ধরেই আত্মহত্যা করার কথা বলছিলেন। কিন্তু সত্যিই যে তারক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হবেন পরিবারের লোকেরা তা বুঝতে পারেননি।
বহরমপুর শহরে প্রাণ কেন্দ্রে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বস্তি এলাকায় বসবাসকারী আরও বহু মানুষ। তারকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই জেলা তৃণমূল কংগ্রেসের প্রায় সমস্ত শীর্ষ নেতাই তাঁর বাড়িতে ছুটে গিয়েছেন এবং ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার জন্মদিন পালনের অনুষ্ঠান চলার সময় নাড়ুগোপাল মুখার্জিকে কাছে পেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রায় চার মিনিট তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, "জন্মদিনের উচ্ছ্বাসের মধ্যেও আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি তারক সাহার কথা ভুলে যাননি। আমি যখন প্রিয় নেতা অভিষেক ব্যানার্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই সেই সময় আমার সঙ্গে অভিষেক ব্যানার্জি বেশ কিছুক্ষণ কথা বলেন এবং তারক সাহার পরিবারের খবর নেন।"
পুরসভার চেয়ারম্যান বলেন, "অভিষেক ব্যানার্জি আমাকে নির্দেশ দিয়েছেন দলের তরফ থেকে যেন ওই পরিবারের পাশে সর্বতোভাবে থাকা হয়। এর পাশাপাশি কিছুদিনের মধ্যেই রাজ্য তৃণমূল নেতৃত্বও মৃত তারকের পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন বলে আমাকে জানানো হয়েছে।"
তৃণমূল সূত্রের খবর ইতিমধ্যেই পুরসভার চেয়ারম্যান মৃত তারকের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ পাওয়ার পর ওই পরিবারকে আর কীভাবে সাহায্য করা যায় তা তা দলীয় নেতৃত্ব খতিয়ে দেখছে বলে পুরসভার চেয়ারম্যান জানান।
বহরমপুর পুরসভার চেয়ারম্যানের তরফ থেকে আজ অভিষেক ব্যানার্জির হাতে তাঁর 'বহরমপুর জয়ের' স্মারক তুলে দেওয়া হয়। নাড়ুগোপাল মুখার্জি বলেন, "গত লোকসভা নির্বাচনে বহরমপুর শহরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে এসে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই আসনটি তিনি জিতেই ছাড়বেন। ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে এসে অভিষেক ব্যানার্জি যে র্যালি করেছিলেন সেই সময় তোলা বিভিন্ন ছবির এক 'কোলাজ' আজ আমাদের তরফে 'বার্থ ডে বয়'-এর হাতে তুলে দেওয়া হয়েছে।"
