আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে কি শুরু হয়ে গেল হার্দিক পাণ্ডিয়া বনাম শুভমন গিল দ্বৈরথ? মুম্বই-গুজরাট ম্যাচের একটি দৃশ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। টস থেকে যার সূত্রপাত। টসের পর হ্যান্ডশেখ করার জন্য হাত বাড়িয়ে দেন হার্দিক। কিন্তু খেয়াল করেননি শুভমন। যা মুহূর্তের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। তারপর প্রথম ওভারে গিল এলবিডব্লু হওয়ার পর আগ্রাসী সেলিব্রেশনে মাতেন হার্দিক। এমনকী মুখও ঘুরিয়ে নেন। এই ঘটনার সঙ্গে সঙ্গেই ধারাভাষ্যকার বলেন, 'এটা কি মিনি দ্বন্দ্বের সূত্রপাত? টসের আগে দু'জন একসঙ্গে ফটো তোলে। টসের সময় হার্দিক হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেখ করার জন্য। কিন্তু শুভমন অন্যদিকে তাকিয়ে থাকে। তারপর গিল আউট হওয়ার পর পাণ্ডিয়া মুখ ঘুরিয়ে নেয়।' 

জস বাটলার না থাকায় শুভমনের থেকে বড় রানের প্রত্যাশা ছিল। কিন্তু প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে আউট হন। রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই গিলের ফিরে যাওয়া বড় ধাক্কা গুজরাট শিবিরে। সেই ধাক্কা থেকে রিকোভার করলেও শেষপর্যন্ত প্লে অফ থেকে বিদায় নিতে হয়। শুরুতে রোহিত শর্মা এবং জনি বেয়ারস্টোর ব্যাটে ভর করে বড় রানের মঞ্চ তৈরি করে মুম্বই। ৮১ রানে আউট হন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। জোড়া রেকর্ড গড়েন। আইপিএলে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৭০০০ রানের গণ্ডি পেরিয়ে যান রোহিত। একইসঙ্গে পেরিয়ে যান ৩০০ ছক্কাও। ২২৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দর চেষ্টা করলেও শেষপর্যন্ত পারেননি।