আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার এবং রিকি পন্টিং জুটিতে আইপিএলের লিগ টেবিলের মগডালে পাঞ্জাব কিংস। কোটিপতি লিগে বর্তমানে সেরা অধিনায়কদের মধ্যে শ্রেয়স অন্যতম। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর, পাঞ্জাবে যোগ দেন। আইপিএলে ট্রফিহীন প্রীতি জিন্টার দল। প্রথমে কটাক্ষ করা হলেও, নাইটদের আইপিএল জয়ী অধিনায়ক দেখিয়ে দিয়েছেন, প্লেয়ারদের থেকে সেরাটা আদায় করে নিতে জানেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা মনে করছেন, কেকেআরের উপেক্ষাই শ্রেয়সের পাঞ্জাবে সাফল্যের চাবিকাঠি। একসময় বেগুনি জার্সিতে খেলেছেন তিনিও। দাবি, গতবছর কেকেআরে‌ খুশি ছিলেন না শ্রেয়স। উথাপ্পা বলেন, 'শ্রেয়স বরাবরই অসাধারণ অধিনায়ক। কেকেআরকে চ্যাম্পিয়ন করা সত্ত্বেও ও উপেক্ষিত ছিল। ও এমন একটা ফ্র্যাঞ্চাইজিতে আছে যারা খুব বেশি কিছু করতে পারেনি। তারপরও ওদের এক নম্বরে পৌঁছে দিয়েছে। এটা ওর নেতৃত্বের এবং অভিজ্ঞতার পরিচয় দেয়।' 

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথম কোয়াকিফায়ারে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় পাঞ্জাব। এবার প্রথম আইপিএল জেতা লক্ষ্য। এই প্রসঙ্গে উথাপ্পা বলেন, 'টুর্নামেন্টের সঠিক সময় মোমেন্টাম পেয়েছে পাঞ্জাব। প্লে অফের আগে আদর্শ পরিস্থিতি। পাঞ্জাব শুরুটা ভাল করেছে। তারপর মাঝপথে খেই হারিয়ে ফেলে। কিন্তু প্লে অফের আগে মোমেন্টাম ফিরে পেয়েছে। জাতীয় দলে খেলার জন্য কয়েকজনকে পাবে না পাঞ্জাব। তবে তাসত্ত্বেও ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। অর্শদীপ সিং এখনও ভাল খেলতে পারেনি। তাই ওর আসল পারফরম্যান্স বাকি। আসল সময় জ্বলে উঠতে চাইবে।' কেকেআরকে চ্যাম্পিয়ন করা সত্ত্বেও তাঁকে ছেড়ে দেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এবার জেদ চেপে গিয়েছে শ্রেয়সের। চলতি আইপিএলেও দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। পরপর ট্রফি জেতাই একমাত্র পাখির চোখ কেকেআরের ব্রাত্য অধিনায়কের।