আজকাল ওয়েবডেস্ক: আগের বছর প্রাক্তন এবং বর্তমান অধিনায়কের মধ্যে মনোমালিন্যের প্রভাব পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্সে। যার ফলে দশ নম্বরে শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সবচেয়ে জঘন্য পারফরম্যান্স। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত এক বছরে অনেক কিছু বদলে গিয়েছে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত এবং হার্দিকের সম্পর্কের উন্নতি ঘটেছে। এবার কাঁধে কাঁধ মিলিয়ে আবার ফ্র্যাঞ্চাইজির সুনাম অর্জনে নেমেছেন প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দলের মাইন্ডসেট স্পষ্ট করে দিলেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজির সাফল্য নিয়ে তিনি বলেন, 'যাই হোক না কেন, দিনের শেষে আমাদের খুশিতে থাকতে হয়, হাসিমুখে থাকতে হয়।'
ভিডিওতে হার-জিত উপেক্ষা করে ইতিবাচক মনোভাব ধরে রাখার কথা উল্লেখ করেন রোহিত। ফ্র্যাঞ্চাইজির মূলমন্ত্রও জানান প্রাক্তন অধিনায়ক। রোহিত বলেন, 'সবাই হাসো। হারি বা জিতি, আমাদের হাসতে হবে। আমাদের সর্বত্র হাসিমুখে থাকতেই হবে। এটা খুবই একটা সাধারণ কথা। কিন্তু অর্থ গভীর। যাই হোক না কেন, সেটা গ্রহণ করে হাসিমুখে থাকতে হবে। সেই কারণেই মুম্বই ইন্ডিয়ান্সে আমরা সবসময় এগিয়ে যাওয়ার কথা বলি। কারণ জীবন এখানেই থেমে যায় না। প্রত্যেক সূর্যাস্তের পর সূর্যোদয় হয়। আমরা ঘুম থেকে উঠে আরও একটা দিনের লড়াইয়ের প্রস্তুতি নিই।' চেন্নাইয়ের কাছে হারের পর গুজরাটের ঘরের মাঠে গিলদের হারিয়ে প্রথম জয় তুলে নিতে মরিয়া থাকবে মুম্বই।
