আজকাল ওয়েবডেস্ক: মন্থর স্ট্রাইক রেট বলে তাঁকে রাখেনি লখনউ সুপার জায়ান্টস। মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হয়। সেই কেএল রাহুলই কিনা ছক্কার রেকর্ড গড়লেন! আইপিএলে অনবদ্য নজির দিল্লি ক্যাপিটালসের তারকার। আইপিএলে ২০০ ছয়ের মাইলস্টোনে ভারতীয়দের মধ্যে সবার আগে পৌঁছলেন রাহুল। ১২৮তম ইনিংসে এই লক্ষ্যে পৌঁছে যান। শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এই নজির গড়েন। তৃতীয় ওভারে মহম্মদ সিরাজের বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে ঢুকে পড়েন রাহুল। সঞ্জু স্যামসনকে ছাপিয়ে গেলেন লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক। ১৫৯ ইনিংসে দুশো ছক্কার ক্লাবে প্রবেশ করেছিলেন সঞ্জু। এই তালিকায় বাকিরা হলেন এমএস ধোনি (১৬৫ ইনিংস), বিরাট কোহলি (১৮০ ইনিংস), রোহিত শর্মা (১৮৫ ইনিংস) এবং সুরেশ রায়না (১৯৩ ইনিংস)।

সার্বিকভাবে আইপিএলের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে প্রবেশ করলেন রাহুল। তাঁর আগে রয়েছেন দুই ক্যারিবিয়ান ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেল। তাঁরা যথাক্রমে ৬৯ এবং ৯৭ ইনিংস নেন এই মাইলস্টোন ছুঁতে। এদিন ২০০ স্ট্রাইক রেট ছিল দিল্লির উইকেটকিপার ব্যাটারের। তাঁর চটজলদি ২৮ রানে পাওয়ার প্লেতে দলকে মোমেন্টাম দেন। চলতি আইপিএলে ফর্মে আছে রাহুল। তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৩৩। আইপিএলে গত ১২ বছরে যা সর্বোচ্চ। ছয় ইনিংসে ২৬৬ রান ৩৩ বছরের ক্রিকেটারের। তারমধ্যে সর্বোচ্চ ৯৩। যা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লিকে জিততে সাহায্য করে। চেন্নাইয়ের বিরুদ্ধে জয়েও উল্লেখযোগ্য ভূমিকা নেন রাহুল। রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচে সুপার ওভারে দলকে জেতান।