আজকাল ওয়েবডেস্ক: আইপিএল প্রত্যাবর্তনে ধামাকা করুণ নায়ারের। দু'বছর পর কোটিপতি লিগে ফিরেই দিল্লি ক্যাপিটালসকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। দু'হাতে সুযোগ কাজে লাগান। ২০৬ রান তাড়া করতে নেমে ৪০ বলে ৮৯ রান করেন। কিন্তু ১৯তম ওভারে ১৯৩ রানে দিল্লির ইনিংস শেষ হয়ে যাওয়ায় করুণের দুর্দান্ত ইনিংস কাজে লাগেনি। এক ওভারে যশপ্রীত বুমরাকে জোড়া ছক্কা খুব বেশি ব্যাটার মারেনি। প্রত্যাবর্তনেই সাফল্যের জন্য প্রস্তুতিই চাবিকাঠি, জানান করুণ। আগের বছর ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেয়েছেন। বিদর্ভের হয়ে সব ফরম্যাটে মোট ১৮৭০ রান করেন। কিন্তু দল হারায়, নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাননি ভারতীয় ব্যাটার। তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে জানান, দল হেরে যাওয়ায়, কোনও মূল্য নেই। করুণ বলেন, 'দল হেরে যাওয়ায় এই নিয়ে কথা বলে কোনও লাভ নেই। আমি ভাল খেলেছি। কিন্তু আমার দল ম্যাচ হেরে গিয়েছে। তাই কোনও মূল্য নেই। দল যদি জিততে না পারে, তাহলে এইসব ইনিংসের কোনও গুরুত্ব থাকে না।''
দু'বছর আইপিএল খেলেননি। কোনও দল পাননি। কিন্তু তাসত্ত্বেও নেমেই ঝড় তোলেন। আগের অভিজ্ঞতা কাজে লাগান ভারতীয় ব্যাটার। করুণ বলেন, 'আমি আগে আইপিএল খেলেছি। তাই জানি কী হতে পারে। নতুন কিছু না। তবে নেমে প্রথম কয়েকটা বলে থিতু হতে চেয়েছি। গেমের গতি এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। তাই প্রথমে একটু ধরে খেলি। প্রথমদিকে স্বাভাবিক শট খেলি। তারপর বড় শট খেলার চেষ্টা করি। তবে দল জিতলে আরও খুশি হতাম।' ২০২২ দলে রাজস্থান রয়্যালসের হয়ে শেষবার আইপিএল খেলেন করুণ। তারপর অবিক্রিত থাকেন। এবার প্রথম।সুযোগই কাজে লাগান জাতীয় দলের ব্রাত্য ক্রিকেটার।
