আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ১৮তম সংস্করণে ইতিমধ্যেই একের পর পর বিতর্ক উঠে আসছে। যার মধ্যে অন্যতম পিচ। ঘরের মাঠের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। হোম অ্যাডভান্টেজ না পাওয়ার দাবি করে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। আরসিবির কাছে হারের পর, সরাসরি স্পিন সহায়ক উইকেটের দাবি জানান নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। পাঞ্জাব কিংসের কাছে হারের পর পিচ নিয়ে অখুশি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও। দাবি করেন, কিউরেটর তাঁদের পছন্দমতো পিচ বানায়নি। এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বোর্ড নির্দেশ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের চাহিদার কথা পিচ কিউরেটরকে জানাতে। 

বোর্ডের এক সূত্র বলেন, 'এখনও পর্যন্ত সবকটা পিচ ভালই ছিল। হয়তো তাঁরা এমন পিচ চাইছে, যেখানে বোলাররা সাহায্য পাবে। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কিউরেটদের এই বিষয়ে সরাসরি কথা বলা উচিত। এক সপ্তাহের মধ্যে এমন বিতর্ক হতে পারে না। লখনউয়ের পিচের চরিত্র বদলাতে আবার নতুন করে উইকেট বানাতে হবে। বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী, গোটা টুর্নামেন্টের কথা ভেবে পিচে যথাযত ঘাস থাকতে হবে। সব ভেন্যুয়ের ক্ষেত্রেই এক নিয়ম।' কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগের দিন পিচ নিয়ে নাটক অব্যাহত ছিল। শোনা যায়, নাইটদের কোচ এবং মেন্টরের মধ্যে এই নিয়ে মতানৈক্যও হয়। যদিও সাংবাদিক সম্মেলনে ডিজে ব্রাভো তার বিন্দুমাত্র আভাস দেননি। শেষপর্যন্ত বৃহস্পতি রাতে ইডেনের পিচ কেমন হয় সেটাই দেখার।