আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালের প্রথম বল গড়ানোর আগেই উত্তেজনায় মাতে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বিরাট কোহলি মাঠে পা রাখা মাত্র উন্মত্ত হয়ে যায় স্টেডিয়াম। ম্যাচের আগে ওয়ার্ম আপ সারতে তারকা ক্রিকেটার মাঠে প্রবেশ করা মাত্র চিৎকারে ফেটে পড়ে স্টেডিয়াম। তখনও মাঠ ভরেনি। কিন্তু পরিবেশ তেতে ছিল। কোহলি, কোহলি ধ্বনিতে ফেটে পড়ে স্টেডিয়াম। চিৎকার এতটাই জোরে ছিল, স্টেডিয়ামের ঘোষণা পর্যন্ত শোনা যাচ্ছিল না। আরসিবির পতাকা নিয়ে হাজির ছিল বিরাট ভক্তরা। ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে হলেও, মোটেই সাধারণ ম্যাচ নয়। কোহলির আইপিএল খরা করার ম্যাচ।
টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান শ্রেয়স আইয়ার। কিন্তু বিরাট কোহলিকে চেনা ছন্দে দেখা যায়নি। মন্থর ক্রিকেট খেলেন। শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় আরসিবি। যদিও তারপর মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে মিলে দলকে এগিয়ে নিয়ে যান কোহলি। কিন্তু খোলস ছেড়ে বেরোতে পারেননি। মাঝে রজত পতিদার রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আরসিবির অধিনায়ক আউট হওয়ার পর রানের গতি আবার কমে যায়। তবে একটা দিক ধরে থাকেন বিরাট। শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করেন।
