আজকাল ওয়েবডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাকিতে সিগারেট না দেওয়ায় প্রতিবেশী এক তরুণ দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে।
আহত দোকানি আমানুজ্জামান (৪৫) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বড় ভাই নাজমুল ইসলাম মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে দৌলতপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।
ঘটনাপ্রবাহ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিবেশী যুবক সুমন হোসেন (২০) দোকানি আমানুজ্জামানের দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। কিন্তু দোকানি আগের বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে প্রথমে হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাত করার চেষ্টা করেন। ব্যর্থ হলে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আমানুজ্জামানের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। ঘটনার পরপরই তিনি দৌড়ে পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ
আমানুজ্জামানের বড় ভাই নাজমুল ইসলাম বলেন, “আমার ভাইয়ের সঙ্গে সুমনের পূর্বে কোনো বিরোধ ছিল না। শুধু বাকিতে সিগারেট না দেওয়া এবং আগের দেনা চাওয়ার কারণে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।”
পুলিশের বক্তব্য
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সুমন হোসেনকে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এদিকে নৃশংস এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় তারা বিস্মিত ও আতঙ্কিত।
