আজকাল ওয়েবডেস্ক: মায়োর্কার এক তরুণী, ভিয়েনা উরস্টেল। তার স্বপ্ন? বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের মালিক হওয়া। ১৮ বছর বয়সে প্রথমবার ঠোঁটে ফিলার নিলেন। তারপর যেন থামতেই পারলেন না। ব্রেস্ট এনলার্জমেন্ট, ব্রাজিলিয়ান বাট লিফট, গাল, চিবুক, চোখ— শরীরের একেকটা অংশে একেকবার ছুঁয়ে গেল ছুরি আর সিরিঞ্জ।
ইন্টারনেটে তাকে কেউ বলছে “ফোলা মোমো”, কেউ বলছে “ভয়াবহ”। কেউ কেউ তো ডাক্তারকেও দোষারোপ করছে। কিন্তু ভিয়েনা নির্বিকার। বরং হাসছেন, আরও এগিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত তিনি ১.৩ কোটি টাকার বেশি খরচ করেছেন শরীরের উপর, তার মধ্যে প্রায় ৩৯ লাখ টাকা শুধু ঠোঁটে! “আমি থামব না,” বলে দেন ভিয়েনা। “আমি চেয়েছি নজরে পড়তে। আমি চাই আমার ঠোঁট ইতিহাস লিখুক।”
খাওয়া, কথা বলা, নিঃশ্বাস নেওয়া— সবই কষ্টকর এখন। কিন্তু তবুও সেই বড় ঠোঁটের স্বপ্ন ছাড়ছেন না। সোশ্যাল মিডিয়ার যুগে যখন ‘ভাইরাল’ হওয়াই পরিচয়, তখন ভিয়েনা নিজের শরীরকে বানিয়ে ফেলেছেন এক চলমান ক্যানভাস। তা সে বিদ্রুপ হোক কিংবা বাহবা— ঠোঁটেই তার জবাব।
