আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকের প্রশাসনের নয়া নীতির বিরোধিতা করতেই ওই বিশ্ববিদ্যালয়ের ২২০ কোটি ডলারের সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। একইসঙ্গে জানা গিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার একটু চুক্তিও স্থগিত রাখা হয়েছে।
বুধবার সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হোয়াইট হাউস সাফ জানিয়েছে, নিজেদের কার্যকলাপের জন্য হার্ভার্ডের উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া। ট্রাম্প নিজেও তাই চাইছেন। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের একথা জানান।
ক্ষমতায় ফেরার পর থেকেই দিনে দিনে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করছেন। ট্রাম্প-নীতিতে আলোচনা বিশ্বজুড়ে। জোর চর্চা মার্কিন মুলুকের নয়া শিক্ষা নীতি নিয়ে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্রাম্পের নয়া নীতির বিরোধিতা করে মুখ খুলেছিল হার্ভার্ড। আর তাতেই মিলেছে শাস্তি।
এর আগেই হোয়াইট হাউস জানিয়েছিল, দেশের নানা বিশ্ববিদ্যালয়ে ইহুদি-বিদ্বেষ বাড়ছে। ইহুদি-বিদ্বেষ বন্ধ করতে কী কী করণীয় বিশ্ববিদ্যালয়গুলির, সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল তা।
সূত্রের খবর নয়া-নীতির বিরোধিতা করে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাফ জানানো হয়, সরকারের নয়া নিয়ম মানার অর্থ শিক্ষাব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আপোষ করা। ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, নীতি না মানলেই শাস্তি স্বরূপ বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য বন্ধ করে দেবে মার্কিন প্রশাসন। হার্ভার্ড বিরোধিতা করতেই, তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে।
