আজকাল ওয়েবডেস্ক: ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভানে। কথাটা যেন সত্যি প্রমাণিত করেই ছাড়বেন ভারতীয়রা। এমনিও বিদেশীদের কাছে ভারতের ছবিটা খুব একটা ভাল নয়। নানা ভ্লগে তাঁরা শুধু ভারতের নোংরা-আবর্জনার দৃশ্য তুলে ধরেন। কানাডারা একটি ভিডিও ভুল কারণে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক দম্পতি রাস্তার পাশে জঙ্গলে আবর্জনা ফেলছেন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। এই ভিডিওটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুমান করছেন যে ভিডিওতে যে দম্পতিকে দেখা যাচ্ছে ভারতীয় বংশোদ্ভূত।

এক্স (পূর্বতন টুইটার)-এ প্রকাশিত ছোট ভিডিওটিতে দেখা যাচ্ছে, দম্পতিটি একটি গাড়ির পাশে দাঁড়িয়ে একাধিক আবর্জনার প্লাস্টিক নামিয়ে আনছেন। সালোয়ার স্যুট পরা ওই মহিলাকে আবর্জনা ফেলার জন্য একটি জঙ্গলময় জায়গায় খুঁজে বার করলেন। তার সেখানে আবর্জনা ফেলতে শুরু করে দিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে কোনও ডাস্টবিন বা আবর্জনা ফেলার ব্যবস্থা নেই।

যদিও ঘটনাটি কানাডার ঠিক কোথায় এবং কোন সময়ে ঘটেছে তা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দম্পতির কর্মকাণ্ডের জন্য তাঁরা ক্ষিপ্ত। এমনকি যাঁরা কোনও পদক্ষেপ না নিয়ে শুধু ভিডিও রেকর্ড করেছেন তাঁদের প্রতিও ক্ষিপ্ত।

সাংবাদিক এবং লেখক নীলেশ মিশ্রও ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "ভারতে (অথবা দক্ষিণ এশিয়া, যেখানেই থাকুক না কেন) অথবা কানাডায়, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। এটি ঘৃণ্য আচরণ।"

?ref_src=twsrc%5Etfw">July 13, 2025

ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, "তাঁরা তাঁদের দেশকে ভাগাড়ে পরিণত করেছেন। এখন তাঁরা সুন্দর পরিষ্কার কানাডাতেও একই কাজ করছেন। শুধু ছবি তুলবেন না। এর প্রতিবাদ করুন।" 

আরেকটি মন্তব্যে লেখা ছিল, "তাঁরা ভারতকে ধ্বংস করে দিয়েছেন। আমরা তাঁদের কানাডা ধ্বংস করতে দিতে পারি না।"

কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন যে তাঁদের কাজটি নিয়ে কোনও ভুল বোঝাবুঝি হতে পারে। একজন মন্তব্য করেছেন, "এটি দেখতে লেটুসের মতো। সম্ভবত তাঁরা প্রাণীদের খাওয়াচ্ছিলেন।" অন্য একজন যোগ করেছেন, "যদি এটি সত্যিই আবর্জনা হত, তবে তারা পুরো ব্যাগটি ছুঁড়ে ফেলতেন। দেখে মনে হচ্ছিল তাঁরা ইচ্ছাকৃতভাবে ব্যাগ থেকে জিনিসপত্র বার করছেন।"

আরও পড়ুন: দৈনিক জীবনে এই দু’টি ভুল এড়িয়ে চলুন, নইলে মৃত্যু অনিবার্য, সাবধান করছেন বিশেষজ্ঞরা

তবুও, ইন্টারনেটের একটি অংশ বিশ্বাস করত যে ঘটনাটি রেকর্ড করা এবং পদক্ষেপ না নেওয়া সমান অপরাধ। একজন ব্যবহারকারীর যুক্তি, "সত্যি কথা বলতে, যে ব্যক্তি ভিডিও করছিলেন তিনিও সমানভাবে দোষী। কিছু বলুন, তাদের থামান, কেবল দেখার জন্য ভিডিও রেকর্ড করবেন না।"

নানা প্রতিক্রিয়া সত্ত্বেও, ভিডিওটির কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। ভিডিওটির সত্যতা বা দম্পতির পরিচয় সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশিত হয়নি। আজকাল ডট ইন ফুটেজটি সত্যতা যাচাই করেনি।

২০২৪ সালের ওয়ার্লড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী, ভারতের বাইরনিহাটকে প্রায়শই বায়ু মানের তথ্যের ভিত্তিতে বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়েছে। তালিকায় অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি ছাড়াও পাকিস্তান এবং চীনের বেশ কয়েকটি শহর রয়েছে।