ডেডলাইন, পরিবারের নানা দায়িত্ব, ৯-৫ টার ইঁদুরদৌড়ে আজকাল কম বেশি সকলেই নাজেহাল। হুহু করে বাড়ছে স্ট্রেস, অবসাদ। মানসিক চাপ, সমস্যায় জর্জরিত? কিছুতেই চাপ কমানো যাচ্ছে না? তাহলে এই সহজ টোটকা করে দেখুন। ম্যাজিকের মতো উধাও হবে সমস্যা। ছবি- সংগৃহীত
2
5
আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না? সেই কারণে মানসিক চাপে বিপর্যস্ত? তাহলে রোজ রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি সাদা ব্যাগ বা কাপড় এলাচ এবং দারচিনি রেখে ঘুমান। এতে সমস্যা দূর হবে কারণ শুক্র গ্রহ অর্থাৎ অর্থ, ধনের গ্রহ অ্যাক্টিভেট হবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। তৈরি হবে আয়ের নতুন উৎস। ছবি- সংগৃহীত
3
5
এমনকী যদি রোজ রাতেই ভুলভাল বা ভৌতিক স্বপ্ন দেখেন, ভয় পান। বা রাতে ঘুমানোর সময় কোনও অস্বস্তি হয় তাহলেও সাদা কাপড়ে এলাচ এবং দারচিনি রেখে, সেটা বেঁধে পোটলা বানিয়ে বালিশের নিচে রেখে দিন। এতে দুঃস্বপ্ন আসে না, ঘুম গভীর হয়। ফলে মন শান্ত থাকে, মানসিক শান্তিও বজায় থাকে। ছবি- সংগৃহীত
4
5
স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝামেলা, অশান্তি? দাম্পত্য সুখ তলানিতে এসে ঠেকেছে? তাহলেও রোজ রাতে ঘুমানোর আগে এলাচ এবং দারচিনি সাদা কাপড়ে মুড়ে সেটা বালিশের নিচে রেখে দিন। এতে সম্পর্কে মধুরতা বৃদ্ধি পায়, অশান্তি কমে। ফলে মানসিক চাপ কমে। লক্ষ্মী দেবী প্রসন্ন হন। ছবি- সংগৃহীত
5
5
এমনকী কাজের জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে? পরিশ্রম করেও কাঙ্খিত উন্নতি দেখতে পারছেন না বা পদোন্নতি হচ্ছে না? তাহলেও সাদা কাপড়ে এলাচ দারচিনি মুড়ে বালিশের নিচে রেখে ঘুমান। এতে উন্নতির দরজা খোলে, ভাগ্য সহায় হয়। ছবি- সংগৃহীত