আজকাল ওয়েবডেস্ক: নানা ধরণের ফসিলকে পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীদের চোখ কপালে উঠে গিয়েছে। সেখানে ১৮০ মিলিয়ন বছর আগের একটি ফসিল রীতিমতো ভয় দেখিয়েছে সকলকে।
যে ফসিল বিজ্ঞানীদের হাতে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে তাকে বিরাট বিস্ময়ে পড়ে গিয়েছে বিজ্ঞানীরা। তারা মনে করছেন এটি সরীসৃপটি জুরাসিক যুগের আগে ছিল। তবে এরা ডাইনোসর ছিল না। এদের দেহের ফসিল দেখা মনে করা হচ্ছে এরা জলের নিচে অর্থাৎ সমুদ্রে দাপিয়ে রাজত্ব করত।
দক্ষিণ জার্মানি থেকে এই ফসিলকে পাওয়া গিয়েছএ। এর আকার ছোটো হলেও এটি বিজ্ঞানীদের নজর কেড়েছে। এটি লম্বা ছিল ১০ ফুট। তবে জলের ভিতরে দ্রুত সাঁতার কাটার ক্ষেত্রে এর সঙ্গে কেউ পারত না। ফলে ডাইনোরা যেমন পৃথিবীর বাইরে রাজত্ব করেছে ঠিক তেমনই এই সরীসৃপরা জলের নিচে রাজত্ব করে গিয়েছে।
অনুমান করা হচ্ছে ১৮০ মিলিয়ন বছর আগে এই সরীসৃপরা বেঁচে ছিল। তবে তারা সমুদ্রের নিচে ঘটা পরিবর্তন থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। কালে নিয়মে তারা ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। অনেকে এদের কুমির বলে মনে করলেও এরা কুমিরের প্রজাতি ছিল না। এরা ডাইনো যুগে ছিল বলে মনে করা হলেও ডাইনোদের হাতেই এদের মৃ্ত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।
যে সরীসৃপদের ফসিল মিলেছে সেখান থেকে মনে করা হচ্ছে এরা জলের ভিতরে দাপিয়ে রাজত্ব করত। এদের দেহের আকার প্রমাণ করছে এরা অন্য জলের প্রাণীদের অতি সহজেই কায়দা করে ফেলত। এভাবেই এরা জলের নিচে বাঁচত।
জুরাসিক যুগের আগে থাকা এই প্রাণীরা কীভাবে সমুদ্রের নিচ থেকে হারিয়ে গেল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কী জুরাসিক যুগের সূচনা জলের নিচ থেকেই হয়েছিল সেটাই এখন প্রধান আলোচনার বিষয়। তবে এই ফসিলকে ঘিরে আরও গবেষণার দরকার রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই ফসিল অনেক রহস্যকে সামনে এনে দিতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
