আজকাল ওয়েবডেস্ক: ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়েছে লেবার পার্টি। পালাবদলের ইঙ্গিত আগে থেকেই ছিল। সময় এগোতেই স্পষ্ট হয়েছে লেবারের জয়, কনজারভেটিভের পরাজয়। ইতিমধ্যে হার স্বীকার করে নিয়েছে ঋষি। তবে কনজারভেটিভ পর্যদুস্ত হলেও, রিচমন্ড অ্যান্ড নর্থঅ্যালার্টন আসনে ঋষি সুনক জয়ী হয়েছেন তার পরেই দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন হবু প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। শুক্রবার সকালে তিনি বলেন, ১৪ বছর পর দেশ তার ভবিষ্যৎ ফিরে পেয়েছে। জনগণের উদ্দেশে বলেন, 'আপনারা এটির জন্য প্রচার করেছেন। সব কিছুই আপনারা শুরু করেছিলেন। আপনারাই ভোট দিয়েছেন। এ বার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।'
প্রাথমিক ফল ঘোষণায় ৬৫০ আসনের হাউস অফ কমনসের নির্বাচনে লেবার পার্টি জিতছে ৪১০-টি আসনে। গতবারের চেয়ে ২০৯-টি বেশি। অর্থাৎ বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কের স্টারমার, এদিকে প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি পর্যুদস্ত হওয়ার পথে। মাত্র ৬১টি আসনে এগিয়ে রয়েছে তারা। ভরাডুবি টের পেয়েই ক্ষমা চেয়েছেন ঋষি সুনক। জানিয়েছেন, ভোট গণনার পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন।
প্রাথমিক ফল ঘোষণায় ৬৫০ আসনের হাউস অফ কমনসের নির্বাচনে লেবার পার্টি জিতছে ৪১০-টি আসনে। গতবারের চেয়ে ২০৯-টি বেশি। অর্থাৎ বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কের স্টারমার, এদিকে প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি পর্যুদস্ত হওয়ার পথে। মাত্র ৬১টি আসনে এগিয়ে রয়েছে তারা। ভরাডুবি টের পেয়েই ক্ষমা চেয়েছেন ঋষি সুনক। জানিয়েছেন, ভোট গণনার পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন।
