আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান মার্কিন প্রেসিডেন্টকে নোবেল দেওয়া উচিত বলে মনে করছে। মার্কিন প্রেসিডেন্টও নানা সময়ে নানা বিষয়ে সুখ্যাতি করেছে পাকিস্তানের। কিন্তু সেই পাকিস্তানেই ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার। জানা গিয়েছে তেমনটাই। আর ঘটনার আঁচ পেতেই সঙ্গে সঙ্গেই নাকি কড়া অবস্থান জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তেমনটাই।
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, সেপ্টেম্বরেই নাকি মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফরে যাচ্ছেন। সামা টিভি, জিও এবং এআরওয়াই নিউজ চ্যানেল-সহ একাধিক পাকিস্তানি মিডিয়ায় দাবি করা হয়েছিল, আশা করা যাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে যাবেন।
আরও পড়ুন: সকাল থেকেই রোদ-ভ্যাপসা গরম, বেলা বাড়লেই ঝেঁপে বৃষ্টি নামবে এইসব জায়গায়, তালিকায় কি আপনার জেলাও?
কিন্তু এই সংবাদ পরিবেশনের পরেই তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। অচিরের জানা যায়, এই খবর মিথ্যে, সর্বৈব মিথ্যে, ভুয়ো। ভুয়ো খবর প্রচারে বিশ্বব্যাপী বিব্রত হওয়ার ওই ওই পাক চ্যানেলগুলি ওই বিশেষ খবরটি প্রত্যাহার করে নিতে বাধ্যও হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ভুয়ো খবর প্রত্যাহারের সঙ্গেই, ভুয়ো তথ্যও ছড়িয়ে দেওয়ার জন্য তারা ক্ষমাও চেয়েছে।
অন্যদিকে, এই খবর সম্প্রচারিত হতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের ওই সময়ে পাকিস্তান সফরের কোনও সম্ভাবনা নেই। পাকিস্তান সফরের কোনও সূচি নির্ধারিত হয়নি বলেও জানানো হয়।
একই সঙ্গে উল্লেখ্য, ট্রাম্প সেপ্টেম্বরে ব্রিটেন সফর করবেন। রাজা চার্লস ১৭-১৯ সেপ্টেম্বর উইন্ডসর ক্যাসেলে ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য আপ্যায়ন করবেন।
একই সঙ্গে উল্লেখ্য, হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। তাঁর শিরায় সমস্যা ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ১৩ জুলাই নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের সময় ট্রাম্পের ফোলা পা দেখে আলোকচিত্রীরা ক্যামেরাবন্দী করেছিলেন। এরপর এই সপ্তাহের শুরুতে তোলা ছবিতে হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফার সাথে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতের ক্ষত প্রকাশ্যে আসে।
ট্রাম্পের হাতে ক্ষতের চিহ্ন দেখার পর থেকেই, দিন কয়েক ধরে নানা মহলে প্রশ্ন ছিল তা নিয়ে। বৃহস্পতিবার হোয়াইট হাউস সরকারিভাবে জানিয়েছে, ট্রাম্প মূলত দীর্ঘদিন ধরেই শিরার সমস্যায় ভুগছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের মতে, সম্প্রতি পা ফুলে যাওয়ার পর ট্রাম্পের একাধিক পরীক্ষানিরীক্ষা করা হয়। তার কারণ, এবং এই সমস্যা প্রতিকারীর জন্য কী করা হচ্ছে তাও জানানো হয়েছে।
অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারির সহকারী অধ্যাপক ডঃ মেরিল লোগান বিবিসিকে এই অসুস্থতা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘শিরা এবং ভালভগুলি রক্তকে পা থেকে উপরে এবং বাইরে চালিত করে এবং আবার হৃদপিণ্ডের দিকে ফিরিয়ে আনে।
পা থেকে হৃদপিণ্ডে প্রবাহিত রক্ত মাধ্যাকর্ষণের বিরুদ্ধে চলে, যা এই প্রক্রিয়াটিকে আরও কঠিন করে তোলে অনেকসময়। এক সময় শিরা এবং ভালভগুলি কাজ না করলে সমস্যা গুরুতর হয়।
তবে হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, শিরার সমস্যা ছাড়া ট্রাম্পের হৃদযন্ত্রের, কিডনির বা অন্যান্য কোনও সমস্যা ধরা পড়েনি।
