আজকাল ওয়েবডেস্ক: কর্মী ছাঁটাইয়ের পথে গেল টাটা স্টিল। তারা প্রায় ১৬০০ কর্মীকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন করে বাজ পড়বে এই কর্মীদের মাথায়।


টাটা স্টিলের নেদারল্যান্ড শাখার ১৬০০ কর্মী কাজ হারাতে চলেছেন। ফলে এটি তাদের কাছে বিরাট একটি ধাক্কা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কয়েকটি দরকারি কাজ করার জন্যেই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এবার থেকে এই শাখায় ইকো ফ্রেন্ডলি উৎপাদন তৈরি করতে চাইছেন। ফলে তারা কর্মী ছাঁটাই করে সেখান থেকে কাজটি শুরু করলেন। ইউরোপের বাজারে যেভাবে উৎপাদনের খরচ বাড়ছে সেখান থেকে টাটা স্টিলের কাছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না।


কর্মীদের সংখ্যা কমিয়ে দিয়ে এবার থেকে টাটা স্টিলের এই শাখাটি ফের নতুন করে কাজ করবে। এখানে বছরে ৬.৭৫ মিলিয়ন টন উৎপাদন হয়ে থাকে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। ফলে সেখান থেকে তারা নতুনভাবে নিজেদের পরিকল্পনা তৈরি করতে চলেছেন।


একটি নির্দিষ্ট দিক ধরে এগিয়ে যেতে চলেছে টাটা স্টিলের এই শাখাটি। নতুন করে তারা আর কর্মী নিয়োগ করতে চাইছেন না। ফলে বাকি কর্মীদের দিয়েই তারা উৎপাদনের কাজটি করবেন। ফলে সেখানে অনেকটাই তাদের খরচ কমবে বলে মনে করা হচ্ছে।

 


টাটা স্টিলের পক্ষ থেকে বলা হয়েছে তারা নতুনভাবে এই শাখায় কাজ করতে চাইছেন। তবে তারা যদি লাভের মুখ না দেখেন তাহলে ফের তাদের নতুন করে চিন্তাভাবনা করতে পারেন। এই শাখা থেকে তারা গ্রিণ স্টিলের কাজে জোর দিতে চাইছেন। ফলে সেখান থেকে বেশি কর্মী তাদের লাগবে না। তাই তারা এমন একটি সিদ্ধান্ত নিলেন। 

 


এই শাখার দায়িত্বে থাকা টাটা স্টিলের সিইও টি ভি নরেন্দ্রন জানিয়েছেন, তারা এই শাখাটিকে ইউরোপের সেরা গ্রিণ শাখা হিসেবে গড়ে তুলতে চান। তাই তারা এজন্য যেকোনও ধরণের কঠিন সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না।