আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি বোলার কেকেআরে। কিন্তু এবারের নিলামে তাঁর 'নকল' পেয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

হিসারের দক্ষ কামরাকে ৩০ লক্ষের বিনিময়ে দলে নিয়েছে কেকেআর। 

তাঁর বল করার স্টাইল অবিকল বরুণ চক্রবর্তীর মতোই। বরুণকেই অনুসরণ করেন দক্ষ। বোলিংয়ে তাঁর বৈচিত্র্য রয়েছে। ক্যারম বল, গুগলি, স্লাইডার তাঁর হাতের তাস। সেই সব ডেলিভারিতে তিনি প্রতিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম রাড়তে পারেন। 

এগারো বছর আগে দক্ষ কামরার ক্রিকেট পরিক্রমা শুরু হয়েছিল। সেই সময়ে তিনি ছিলেন বোলিং অলরাউন্ডার। টেনিস বল ক্রিকেট খেলতেন সেই সময়ে। নানারকম পরীক্ষা নিরীক্ষা করতেন। ফলে বোলিংয়ে আরও দক্ষ হয়ে ওঠেন হিসারের এই বোলার। 

বরুণ চক্রবর্তীর মতো রহস্য স্পিনার তিনি। সেই সঙ্গে আবার বিগ হিটারও বটে। তাঁর গুগলির গতি প্রতি ঘণ্টায় ৯৫ থেকে ৯৭ কিলোমিটার। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Daksh Kamra (@_dakshkamra_)