কোচিতে ‘ব্রুষভ’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটি যেন মোহনলাল অনুরাগীদের কাছে উৎসবের আবহ নিয়ে হাজির হয়েছিল। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হয়ে গেল ছবির প্রচারপর্ব। বড় মাপের এই আয়োজনেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে, বড়দিনে মুক্তি পেতে চলা অন্যতম বৃহৎ প্যান-ইন্ডিয়ান ছবিগুলির তালিকায় নিজের জায়গা পাকা করে নিতে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান তারকারা। মোহনলাল, সমরজিৎ লঙ্কেশ, রাগিণী দ্বিবেদী ও নয়ন সারিকা। তাঁদের সঙ্গে মঞ্চে ছিলেন পরিচালক নন্দ কিশোর। প্রযোজক বরুণ মাথুর, অভিষেক এস. ব্যাস এবং বালাজি টেলিফিল্মসের গ্রুপ সিইও ও সিএফও সঞ্জয় দ্বিবেদীও অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলেন।

২০২৫ সাল যে মোহনলালের বছর, তা আরও একবার প্রমাণ করে দিল এই ট্রেলার লঞ্চ। একের পর এক কাজ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং দর্শকের ভালবাসায় তাঁর প্রভাব যে এখনও অটুট, তারই প্রতিফলন দেখা গেল ‘ব্রুষভ’-এর ট্রেলারে। ছবিটি দু’টি ভিন্ন টাইমলাইনে আবর্তিত এক আবেগঘন কাহিনি তুলে ধরে, যেখানে বাবা এবং ছেলের চিরন্তন সম্পর্কই মূল চালিকাশক্তি।

‘ব্রুষভ’-এর কেন্দ্রে রয়েছে ভালবাসা, নিয়তি ও আত্মত্যাগের গল্প। ছবিতে দ্বৈত চরিত্রে ধরা দেবেন মোহনলাল। অতীত পর্বে তিনি রাজা বিজয়েন্দ্র ব্রুষভ, আর বর্তমান সময়ে এক সফল ব্যবসায়ী, যিনি অতীত জন্মের স্মৃতি ও বিভ্রমে তাড়িত। তার ছেলে ধীরে ধীরে জড়িয়ে পড়ে এই রহস্যময় অতীতের সঙ্গে। বাবাকে রক্ষা করতে গিয়ে মুখোমুখি হয় ভয় ও ভাগ্যের। ছেলের চরিত্রে রয়েছেন সমরজিৎ লঙ্কেশ। ট্রেলারে ইঙ্গিত মিলেছে দুর্দান্ত অ্যাকশন, আবেগঘন মুহূর্ত ও চোখধাঁধানো ভিজুয়ালের। রাগিণী দ্বিবেদীকে দেখা গিয়েছে শক্তিশালী অ্যাকশন অবতারে, পাশাপাশি রয়েছেন নয়ন সারিকা, অজয় এবং গরুড়া রাম।

প্রযোজক একতা আর. কাপুর বলেন, “‘ব্রুষভ’ আমাদের কাছে শুধুমাত্র একটি ছবি নয়, এটি পর্দায় এক বিশাল অভিজ্ঞতা এবং আমাদের প্যান-ইন্ডিয়ান যাত্রার একটি বিশেষ মাইলস্টোন। মোহনলাল স্যরের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের। তাঁর অভিজ্ঞতা, নিষ্ঠা এবং অনন্য উপস্থিতি এই গল্পকে অন্য মাত্রা দিয়েছে। নন্দ কিশোরের দৃষ্টিভঙ্গিতে এত প্রতিভাবান টিমের সঙ্গে কাজ করে আমরা গর্বিত।”

পরিচালক নন্দ কিশোরের কথায়, “এটি সময় পেরিয়ে হৃদয়ের সঙ্গে জুড়ে থাকা এক বাবা-ছেলের গল্প। মোহনলাল স্যরের সঙ্গে কাজ করা প্রতিটি পরিচালকের স্বপ্ন। তিনি সম্পূর্ণভাবে গল্পের কাছে নিজেকে সমর্পণ করেন। নম্র, শৃঙ্খলাবদ্ধ এবং নির্ভীক। দর্শকরা নতুন প্রতিভা সমরজিৎ লঙ্কেশ ওনয়ন সারিকাকেও নতুন আলোয় দেখবেন।”

ছবিতে আরও অভিনয় করেছেন নেহা সাক্সেনা, বিনয় বর্মা, আলি, আয়াপ্পা পি. শর্মা ও কিশোর। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন স্যাম সি.এস., সাউন্ড ডিজাইনে রেসুল পুকুট্টি। সংলাপ লিখেছেন এসআরকে, জনার্দন মহর্ষি ও কার্তিক। অ্যাকশন কোরিওগ্রাফিতে রয়েছেন পিটার হেইন, স্টান্ট সিলভা, গণেশ কুমার ও নিখিল।

বালাজি টেলিফিল্মস ও কানেক্ট মিডিয়ার যৌথ প্রযোজনায়, অভিষেক এস. ব্যাস স্টুডিওসের সহযোগিতায় নির্মিত ‘ব্রুষভ’। প্রযোজনায় রয়েছেন শোভা কাপুর, একতা আর. কাপুর, সি.কে. পদ্মা কুমার, বরুণ মাথুর-সহ একাধিক প্রযোজক।

মালয়ালম এবং তেলুগু ভাষায় একসঙ্গে শুট হওয়া এই ছবি হিন্দি ও কন্নড় ভাষাতেও মুক্তি পাবে।