আজকাল ওয়েবডেস্ক: যদি সারাদিন ধরে অনেক কাজের মধ্যে থাকেন তাহলে ঘরে গিয়ে নিজেকে একটু শান্ত পরিবেশে রাখার থেকে ভাল কিছুই হতে পারে না। তবে এই বিষয়টি অতি সহজ নয়। বাড়িতে গিয়ে নানা ধরণের কাজ হাতে চলে আসে তাহলে সেখানে কীভাবে নিজের মনকে একটু চাঙ্গা করবেন রইল সেই কাহিনী।


বিজ্ঞান বলছে গান একটি এমন বিষয় যা মানুষকে সহজ করে দেয়। এমনকি সারাদিন ধরে নানা কাজের চাপ থাকলেও দিনের শেষে যদি একটু গানের জগতে নিজেকে ভাসিয়ে দিতে পারেন তাহলে তার থেকে ভাল কিছুই হতে পারে না। তাই সেদিক থেকে দেখলে গানের বিকল্প নেই। 


গানের মধ্যে আবার একটি রকমফের রয়েছে। সেখানে দেখা যায় নিজের পছন্দমতো যদি একটু হাল্কা গান শোনা যায় তাহলে অতি সহজেই নিজের মাথা একেবারে হাল্কা হয়ে যাবে। আসলে গানের মধ্যে এমন ওষুধ রয়েছে যা দোকান থেকে কেনা ওষুধকেও হার মানাবে। ফলে সেখান থেকে দেখতে হলে গানই হবে সেরা ঠিকানা।


বিজ্ঞানীদের মতে, গানের মাধ্যমে দেহ থেকে শুরু করে মন সবই শান্ত হয়ে যায়। সারাদিন কাজের শেষে যদি গানের জগতে একটু নিজেকে ভাসিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে সারাদিন ধরে যে ক্লান্ত ব্রেন নিয়ে আপনি কাজ করছেন সেখানে মিলবে বিরাট উপকার। সেখানে আপনার ব্রেনের বিভিন্ন কোষ একেবারে সতেজ হয়ে যাবে। গান হল মানুষের মনের ভাষা। সেখান থেকে অতি সহজেই নিজেকে এবং নিজের ঘরের পরিবেশকে বদলে ফেলা যায়।


এমনকি কয়েকজন বিজ্ঞানী এমনটাও মনে করছেন যারা গানের সঙ্গে হাল্কা চালে একটু নাচতে পারেন তারা আরও দ্রুত চাঙ্গা হয়ে যাবেন। তাদের মন অতি দ্রুত সতেজ হয়ে যাবে। সারাদিন ধরে যদি নিজেকে নানা কাজের মধ্যে ব্যস্ত রাখা হয় তাহলেও দিনের শেষে গানই হতে পারে আপনার কাছে সেরা উপহার। গানের সঙ্গে যদি হাল্কা নাচ করেন তাহলেও সেটি আপনার দেহ এবং স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী।