আজকাল ওয়েবডেস্ক : ইজরায়েল এবং হামাসের মধ্যে পরিস্থিতি বেশ জটিল হয়ে রয়েছে। এমনটাই মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জানা গিয়েছে দিল্লি ইজরায়েলকে সমর্থন করলেও সেখানে যে হারে সাধারণ মানুষের প্রাণ হারাচ্ছে তাকে সমর্থন করে না ভারত সরকার। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। হামাসকে তিনি আইএসআইএসের থেকেও ভয়ঙ্কর বলে মনে করেন। জয়শঙ্কর মনে করেন সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়তে গিয়ে কত নীরিহ মানুষের প্রাণ গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সন্ত্রাসবাদীরা প্রতিবারই সাধারণ মানুষকে ঢাল বানিয়ে নিজেদের কাজ করতে চায়। তবে এই সময়ে এই বিষয়টি বেশ জটিল আকার ধারণ করেছে। বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলি এবিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছে। সকলেই জানিয়েছে সন্ত্রাস কোনওভাবেই কাম্য নয়, তবে তা বলে নীরিহ মানুষের প্রাণ যাবে তা মেনে নেওয়া যায় না। ইজরায়েল সরকার তার কাজ সঠিকভাবেই করছে। ভারতবর্ষকেও অনেক সময় সন্ত্রাসবাদীরা তাদের নিশানা করেছে। তবে সেখান থেকে ফের ঘুরে দাঁড়িয়েছে ভারত। কিন্তু হামাসের সঙ্গে ইজরায়েলের এই লড়াই আরও বেশ কিছুদিন চলবে বলেই মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
