আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পর ১৩০ বছর পুরনো একটি বাড়ি কিনে ম্যাট এবং কোর্টনি ভেবেছিলেন তাঁদের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। কিন্তু হল ঠিক উল্টো। তাঁরা পেলেন একটি উদ্ভট চিঠি। প্রেরকের দাবি, ওই বাড়ি মালিকের শেষ বংশধর তিনি। চিঠি পেয়ে বাড়িতে যেতেই দম্পতি খুঁজে পেলেন গোপন ঘর, লুকনো জায়গা এবং পুরনো কুঠুরি। চিঠিতে প্ররক আরও দাবি করেছেন, ম্যাট এবং কোর্টনির কাছে এমন কিছু গোপন রহস্য ফাঁস করা হবে যা তাঁদের আগে কখনও বলা হয়নি।
কোর্টনি একটি ভাইরাল টিকটক ভিডিওর মাধ্যমে তাঁর পুরো গল্পটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে চিঠি তিনি পেয়েছিলেন, সেটির খামের উপর শুধু তাঁদের উদ্দেশ্য করে লেখা ছিল ‘ক্রেতা’। এনওয়াইপোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিঠিটি কানাডায় বসবাসকারী কোনও ব্যক্তি পাঠিয়েছিলেন।
কর্টনির মতে, চিঠির প্রেরক নিজেকে ম্যাডিসন পরিবারের শেষ জীবিত সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। প্রেরক জানিয়েছেন, বাড়িটি আগে তাঁদের পরিবারের ছিল এবং তিনি সেখানেই তাঁর শৈশব কাটিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে যে, তিনি নতুন মালিকদেরকে বাড়ির গোপন কক্ষ এবং অন্যান্য তথ্য সম্পর্কে জানাতে চান, যা বাড়িটি কেনার সময় তাঁদের কাছে প্রকাশ করা হয়নি।
বাড়িটির সঠিক অবস্থান এখনও অজানা। কোর্টনি এবং ম্যাট ম্যাডিসন পরিবার সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি। এই রহস্যময় আবিষ্কারগুলি দেখানোর একটি টিকটক ভিডিও ১৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওটিতে কোর্টনি এবং ম্যাট তাঁদের বিশাল ভিক্টোরিয়ান নকশার বাড়িটি ঘুরে দেখিয়েছেন। অন্য একটি ভিডিওতে তাঁরা জানিয়েছেন, একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের কাছ থেকে বাড়িটি কিনেছেন।
চিঠির সূত্র ধরে তাঁরা দু’জন ধীরে ধীরে বাড়ির এমন কিছু লুকানো জায়গার সন্ধান পেলেন যা দীর্ঘদিন ধরে সযত্নে গোপন রাখা হয়েছিল। প্রথমে, তাঁরা সামনের বৈঠকখানার অগ্নিকুণ্ডের উপরে একটি গোপন ওয়াইন ক্যাবিনেট আবিষ্কার করলেন। এই ক্যাবিনেটটি একটি স্লাইডিং কাঁচের প্যানেলের আড়ালে লুকানো ছিল। ক্যাবিনেটের ভিতরে ছিল পুরনো, ধুলোমাখা ওয়াইনের বোতল। এর মধ্যে ছিল ১৯৭০ সালের একটি না খোলা ফরাসি রোজ ওয়াইন এবং একটি ১৯৮৯ সালের ক্যাবারনেট সভিগনন। এছাড়াও সেখানে বহু বছর ধরে রাখা বেশ কয়েকটি বার্বন, বিয়ার এবং ক্রিম শেরি-র বোতলও ছিল।
এরপর চিঠিটি তাঁদের বাথরুমের একটি লুকানো জায়গার সন্ধান দিয়েছে। যা দেয়ালের একটি দরজার ঠিক বিপরীতে ছিল। কোর্টনি এবং ম্যাট তাঁদের ছোট মেয়েকে নিয়ে এই জায়গাটি দেখতে পান। কর্টনি জায়গাটিকে বাড়ির সবচেয়ে ভুতুড়ে স্থান হিসেবে বর্ণনা করেছেন। কারণ এটিকে খুব পুরানো এবং জীর্ণ মনে হচ্ছিল। কিন্তু সেটি কোনও পূর্ণাঙ্গ ঘর ছিল না, বরং এটি একটি ছোট হামাগুড়ি দেওয়ার মতো জায়গা।
কোর্টনির বিশ্বাস, সেখানে একসময় একটি ঘর ছিল, কিন্তু এখন এটি কেবল একটি ভুতুড়ে চিলেকোঠার মতো জায়গা। কিছুটা হতাশাজনক অনুসন্ধানের পর, কোর্টনি টয়লেটের সামনে একটি ছোট, বন্ধ দরজা দেখতে পেলেন। যখন তিনি দরজাটি খুললেন, তখন এর পেছনে একটি বড় স্টোররুম আবিষ্কৃত হয়। কোর্টনি জানিয়েছেন, জায়গাটি বেশ প্রশস্ত এবং এটি কীভাবে ব্যবহার করা যায় তারা পরে এই নিয়ে ভাববেন। আপাতত, এটি তাঁদের জন্য বাড়ির একটি খুব আকর্ষণীয় এবং বিশেষ জায়গা।
