আজকাল ওয়েবডেস্ক: পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হবু মার্কিন প্রেসিডেন্ট। সেই মামলায় শাস্তি থেকে অব্যহতি চেয়ে নিউ ইয়র্কের এক আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। জানানো হয়েছে য়ে, দোষী ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলেও রক্ষাকবচ দেওয়া হবে না। ফলে প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগেই অস্বস্তির মুখে ট্রাম্প।

ধনকুবের ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ২০১৭ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ঘটনা তার আগের। প্রকাশ্যে আসে যে, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ট্রাম্প। অভিয়োগ, বিষয়টা চেপে দিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে এক চুক্তিতে সই করানো হয় এবং ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষও দেওয়া হয়েছিল। টাকা দিতে গিয়ে নথি জাল করারও অভিযোগ ওঠে ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে। 

কিন্তু, ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মির অভিযোগ নস্যাৎ করেন ট্রাম্প। এরপরই ম্যানহাটনের এক আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এই ঘটনায় মার্কিন মুলুকে হইহই পড়ে যায়। প্রেসিডেন্টের এমন অবস্থা মার্কিন ইতিহাসে সেই প্রথম। তারপর নিউ ইয়র্কের আদালতে শাস্তি খারিজের আবেদন জানান ট্রাম্পের আইনজীবীরা। সেই মামলাতেই আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা তুলে ধরেন ট্রাম্পের আইনজীবীরা। যেখানে প্রেসিডেন্টদের ‘আনুষ্ঠানিক’ কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বলা হয়েছে। 

তবে নিউইয়র্কের আদালতের বিচারক জানিয়েছেন, মামলার যেসব প্রমাণ মিলেছে, তা ব্যক্তিগত স্তরে নেওয়া সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তাই কোনও রক্ষাকবচ দেওয়া হবে না।