আজকাল ওয়েবডেস্ক:‌ গোটা বিশ্বে কেবল একজনের শরীরেই বয়ে চলেছে। এবার এমনই এক বিরল রক্তের গ্রুপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ক্যারিবিয়ান দ্বীপ গুয়াদেলুপের বাসিন্দা এক ফরাসি মহিলার শরীরে মিলেছে নতুন ওই রক্তের গ্রুপ। যার নাম ‘‌গোয়াদা নেগেটিভ’‌। ফ্রান্সের রক্ত সরবরাহকারী সংস্থা এমনটাই দাবি করেছে। এটাই নাকি বিশ্বে নতুন রক্তের গ্রুপ।


ফরাসি ব্লাড এস্টাবলিশমেন্ট (‌ইএফএস)‌ জানিয়েছে, ১৫ বছর আগে ওই মহিলার অস্ত্রোপচারের আগে রুটিন পরীক্ষার সময় তাঁর শরীরে অজানা এক রক্তের গ্রুপের সন্ধান মিলেছিল। তা নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। অবশেষে বিজ্ঞানীরা জানালেন, ‘‌গোয়াদা নেগেটিভ’‌ ই বিশ্বের নতুন রক্তের গ্রুপ। 


চলতি মাসের শুরুতে মিলানে এই নতুন রক্তের গ্রুপ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইএফএস জানিয়েছে, এটি পৃথিবীর ৪৮তম রক্তের ‘গ্রুপ সিস্টেম’।
এর আগে পর্যন্ত পৃথিবীতে ৪৭ রকম রক্তের গ্রুপের সন্ধান মিলেছিল। ইএফএসের গবেষক থিয়েরি পেয়রার্ড জানিয়েছেন, ২০১১ সালে ওই মহিলার রক্ত পরীক্ষার সময়ে তাতে ‘অস্বাভাবিক’ অ্যান্টিবডি মিলেছিল। কিন্তু তখন গবেষণার মতো পরিকাঠামো ছিল না। ২০১৯ সালে বিজ্ঞানীরা এই ‘রহস্য’ কিছুটা ভেদ করেন। ডিএনএ সিকোয়েন্সিং করে বিষয়টি অনেকটাই পরিস্কার হয়। আর এখন বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত ওই মহিলাই পৃথিবীতে ‘গোয়াদা নেগেটিভ’ রক্ত গ্রুপের একমাত্র ধারক। নিজের মা–বাবার থেকেই উত্তরাধিকার সূত্রে এই রক্তের গ্রুপ পেয়েছিলেন মহিলা। তাঁদের জিনের মিউটেশন ঘটেছিল বলে জেনেছেন বিজ্ঞানীরা।