আজকাল ওয়েবডেস্ক: গা ঘিনঘিনে ব্যাপার। প্রশ্নের মুখে স্কুলে বাচ্চাদের স্বাস্থ্যবিধি! সিনিয়র পড়ুয়াদের ফেলে দেওয়া খাবার জমা করা হচ্ছিল কুকুরদের দেওয়ার জন্য নির্ধারিত বালতিতে। কিন্তু বদলে সেই খাবার পরিবেশন করা হয় স্কুলের ছোট ছোট বাচ্চাদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাচ্চাদের অভিভাবকরা ক্ষোভ উগরে দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ শেষপর্যন্ত বাচ্চাদের বাবা-মায়েদের ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখাতে বাধ্য হয়েছেন। প্রশাসন ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে।

ভয়াবহ এই কাণ্ড উত্তর-পূর্ব চিনের লিয়াওনিং প্রদেশের হুয়ানরেন কাউন্টির উলিডিয়ানজি স্কুলের। সাউথ চায়না মর্নিং-য়ের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকজন লোককে দেখা গিয়েছে স্কুলের সিনিয়রদের ফেলে দেওয়া খাবার একটি বালতিতে তুলতে। ওই বালতির খাবার কুকুরদের জন্য সংরক্ষিত করা হচ্ছিল। এর কিছুক্ষণ পরই ক্যান্টিনে আসে স্কুলের অল্পবয়সী পড়ুয়ারা। তখন কুকুরের জন্য সংরক্ষিত ওই বালতি থেকে খাবার তুলে বাচ্চাদের পরিবেশন করা হয়।

স্কুলের খাদ্য নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকরা তাদের ক্ষোভ প্রকাশ করতে স্কুলে জড়ো হয়েছিল। উত্তেজনা প্রশমনে স্কুল প্রশাসন অভিভাবকদের ঘটনার সময়কার ক্যান্টিনে নজরদারি ফুটেজ দেখার অনুমতি দিয়েছিল। তবে শর্ত ছিল, কেই কোনও রেকর্ডিং ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ফুটেজ দেখে মানসিকভাবে অনেকেই বেঙে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শী একজন মা বলেছেন, "সব বাবা-মা যাঁরা নজরদারি ভিডিও দেখছিলেন তাঁরা কেঁদেছিলেন।" স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিভাবকদের প্রশ্ন ছিল, "আপনার (প্রধান শিক্ষক) নিজের বাচ্চাকে কি এই ধরনের খাবার খেতে দিতে পারবেন?"

এই কেলেঙ্কারির তদন্তে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি তৈরি করেছে। 

সাউথ চায়না মর্নিং-য়ের প্রতিবেদন বলা হয়েছে, ঘটনাটি চিনের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। বেশিরভাগই অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য  ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, "তারা আমাদের শত্রু নয়। তারা আমাদের সন্তান, আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের এমন খাবার দেওয়ার সাহস কি করে হয়?" অন্য একজন বলেছেন, "স্কুল এবং সংশ্লিষ্ট কর্মীদের উভয়েরই কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের উচিত যারা খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন করছে তাদের কড়া শাস্তি দেওয়া।"