আজকাল ওয়েবডেস্ক: ভারতের সঙ্গে পহেলগাঁও হামলা নিয়ে বর্তমান উত্তেজনার মাঝে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে—পাকিস্তান সেনাবাহিনীর কাছে মাত্র ৯৬ ঘণ্টা অর্থাৎ চার দিনের যুদ্ধের গোলাবারুদ মজুত আছে! এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা।

সূত্র জানাচ্ছে, ইউক্রেন ও ইজরায়েলের সঙ্গে সাম্প্রতিক অস্ত্র চুক্তির ফলে পাকিস্তানের যুদ্ধাস্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ১৫৫ মিমি শেল ও ১২২ মিমি রকেটের ভান্ডার প্রায় ফাঁকা। পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (POF) পুরনো কারখানা ও বাড়তে থাকা আন্তর্জাতিক চাহিদার মধ্যে পড়ে হিমশিম খাচ্ছে নতুন গোলাবারুদ তৈরি করতে।

মে ২ তারিখে বিশেষ কোর কমান্ডার সম্মেলনে এই সংকট নিয়ে আলোচনাও হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের সম্ভাব্য 'অ্যাকশন'-এর ভয়ে সীমান্তে গোপনে বানানো হচ্ছে গোলাবারুদের ডিপো।

প্রাক্তন সেনাপ্রধান বাজওয়াও একবার বলেছিলেন, অর্থনৈতিক শক্তি ও গোলাবারুদের অভাবে পাকিস্তান ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, "ভারত যদি কোনো দুঃসাহস দেখায়, আমরা জবাব দিতে প্রস্তুত"—কিন্তু বাস্তব পরিস্থিতি কি তেমন?

এই গোপন সংকট নিয়ে প্রশ্ন উঠছে—পাকিস্তান কি সত্যিই প্রস্তুত, নাকি গর্জনেই সীমাবদ্ধ তাদের যুদ্ধঘোষণা?