আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন ও বাণিজ্যের মতো ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমানে একাধিক অমীমাংসিত ইস্যু রয়েছে। এই সমস্ত ইস্যু সমাধানের লক্ষ্যে ইসলামাবাদ দিল্লির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি, পহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যে নির্মম হত্যালীলা চালিয়েছিল তার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি।

বেশ কয়েকদিন সংঘাতের পরিস্থিতি চলার পর অবশেষে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপরেই ইরান সফরে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘আমরা কাশ্মীর ও জলবণ্টন-সহ সমস্ত ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। সন্ত্রাসবাদ এবং বাণিজ্য নিয়েও আলোচনায় আমরা প্রস্তুত’। সাম্প্রতিক ঘটনার পর ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সন্ত্রাসবাদ বন্ধ না করা হলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় বসবে না ভারত। 

জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। যদি কোনও আলোচনা হয়, তা হবে শুধুই পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ ইস্যুতে’। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দুই দেশের মধ্যে যে কোনও আলোচনা হবে দ্বিপাক্ষিক। কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা এখানে অগ্রহণযোগ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, ‘আমরা শান্তি চাই এবং আলোচনায় প্রস্তুত। তবে যদি ভারত যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে আমরাও যোগ্য জবাব দেব। তবে তারা যদি শান্তির প্রস্তাব গ্রহণ করে, আমরাও প্রস্তুত আলোচনার জন্য’।