আজকাল ওয়েবডেস্ক: এ কেমন আম, নেই আঁটি?  বিশেষ প্রজাতির এই আম সমাজমাধ্যমে কৌতূহলের জন্ম দিয়েছে। আমটির সম্পর্কে বিস্তারিত জেনে নিন।  

গরম পড়তে না পড়তেই  দেশে শুরু হয়ে গিয়েছে আমের চাহিদা। এরই মাঝে  লোভনীয় আমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই আমগুলির একটি বৈশিষ্ট্য রয়েছে। আমগুলিতে নেই আঁটি। পাশাপাশি আমের রং  এবং চেহারা দেখে আকর্ষিত হচ্ছেন সকলেই। 

সাধারণত, আম কাটলেই বেরিয়ে আসে আস্ত একটা আঁটি কিন্তু ভাইরাল ভিডিটির আমগুলিতে নেই কোনও আঁটি। ভিডিওতে দেখা যাচ্ছে,এক তরুণী এক ঝাঁক আমের মাঝে দাঁড়িয়ে রয়েছেন। এরপর ভিডিওটি এগোতেই তিনি একটি আম হাতে তুলে নিয়ে কেটে ফেললেন। আদ্ভুত বিষয় হল আম কাঁটার পর দেখা  মিলল না কোনও আঁটির। বরং ওই তরুণী চামচ ডুবিয়ে খাবলা দিয়ে তুলে নিলেন আমের ভিতরের অংশ।যা আমগুলিকে আরও লোভনীয় করে তুল্ল।এই দৃশ্য দেখামাত্রই অবাক হয়েছে নেটপাড়া।

জানা গিয়েছে, ওই  আমগুলি হল মহাচানক প্রজাতির। স্বাদ এবং গন্ধের জন্য পৃথিবী বিখ্যাত আমগুলি। বিশেষ করে থাইল্যান্ডে এর ব্যাপক চাহিদা রয়েছে।

?ref_src=twsrc%5Etfw">March 26, 2025