আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিধিলি। গতিবেগ ছিল প্রায় ৮৫ কিলোমিটার। কার্যত তছনছ হয়ে গিয়েছে উপকূল এলাকা। ঝড়ের প্রভাবে খেপুপাড়া এবং আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তিন ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে মিধিলি। শুক্রবার ভোরে মিধিলি ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ–দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার বৃষ্টির হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। বৃষ্টির হয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।