আজকাল ওয়েবডেস্ক: সিডনি সৈকতে, ইহুদিদের উৎসবের সূচনায় যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, তাতে প্রথমে ১০জনের মৃত্যুর কথা জানা গেলেও, পরে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানায়, মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। তথ্য, গত তিনদশকে অষ্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা এটি। ভয়াবহ হামলার পিছনে কারা? উঠে এসেছে মোড় ঘোরানো তথ্য। স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই হামলার ঘটনায় জানিয়েছে, যে দু'জন বন্দুকবাজ রয়েছে এই হামলার পিছনে, তারা দু'জনেই পাকিস্তানি বংশদোদ্ভূত। জানা গিয়েছে, ওই দু'জন বন্দুকবাজ, আদতে সম্পর্কে বাবা-ছেলে। দু'জনেরই ফলের রস বিক্রি করার দোকান ছিল।
সিবিএস নিউজ জানিয়েছে তদন্তের বিষয়ে ব্রিফ করা মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ওই দু'জনেই সম্ভবত পাকিস্তানি বংশোদ্ভূত। আকরামের নিউ সাউথ ওয়েলসের ড্রাইভিং লাইসেন্সের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে যুবককে পাকিস্তানি ক্রিকেট দলের জার্সির মতো সবুজ শার্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। এই দুই তথ্য সামনে আসার পর, জোর চর্চা, তাহলে কি অষ্ট্রেলিয়ায় হামলা চালিয়েছে পাকিস্তানীরাই? জানা গিয়েছে, ওই যুবক জন্মসূত্রে অষ্ট্রেলিয়ার ভিসা পেয়ে থাকলেও, তার বাবা, ১৯৮৮ সালে পাকিস্তান থেকে অষ্ট্রেলিয়ায় যান।
২০০১ সালে পার্টনার ভিসা এবং পরে রেসিডেন্ট রিটার্ন ভিসা পান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, হানুক্কার প্রথম দিনে হামলাকারীরা ইচ্ছাকৃতভাবে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থায় উল্লেখিত, রবিবারের হামলার বন্দুকবাজ নাভিদকে ছ'বছর আগে অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা ইসলামিক স্টেটের সাথে যোগসূত্র থাকার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আট দিনের ইহুদি উৎসব হানুক্কার প্রথম রাত। উৎসবের সূচনায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই এলোপাথাড়ি গুলে চলে। এই ঘটনার নিন্দা করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোক। জেরুজালেমের এক অনুষ্ঠানে তিনি বলেন, 'অষ্ট্রেলিয়ার সিডনিতে আমাদের ইহুদি ভাই বোনেদের উপর এই মুহূর্তে নিষ্ঠুর আক্রমণ চলেছে।'
অন্যদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ভিডিওতে এক ব্যক্তিতে পিছন থেকে গুলি চালাতে দেখা যায় এবং তার পরেই অপর এক ব্যক্তিতে পিছন থেকে আক্রমণ করে ওই বন্দুক ছিনিয়ে নিতে দেখা গিয়েছে তৎপরতার সঙ্গে।
সিডনির বন্ডি বিচ। অর্থাৎ বন্ডি সমুদ্র সৈকত। রবিবার, ভিড়ে ঠাসা সমুদ্র সৈকতেই আচমকা গুলি চালানোর ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন অন্তত দু'ঘণ্টা ধরে, ৫০টি গুলি চালানো হয়। দুপুরেই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সতর্কতা-পোস্ট দেয় নিউ সাউথ ওয়েলস পুলিশ। এক্স হ্যান্ডেলে বন্দুকবাজের হামলার কথা উল্লেখ করে, সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। তারপর থেকেই উঠে আসছে নানা মোড় ঘোরানো তথ্য।
