‘সময় এলেই ভাগ্য বদলায়...’! ‘ধুরন্ধর’ সফল হতেই যেন লড়াই শেষ, বিশেষ বার্তা রণবীরের
নিজস্ব সংবাদদাতা
১৫ ডিসেম্বর ২০২৫ ১৩ : ৫২
শেয়ার করুন
1
6
যেন দীর্ঘ এক লড়াইয়ের অবসান। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন রণবীর সিং। একসময় টানা হিট ছবির নায়ক হয়েও সাফল্যে টান পড়েছিল তাঁর। গত কয়েক বছরে একের পর এক ছবির ব্যর্থতা যেন প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল তাঁর কেরিয়ারে। ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ সেই ছবিটা কিছুটা হলেও বদলায়।
2
6
প্রকৃত পরীক্ষাটা ছিল ‘ধুরন্ধর’। বড় বাজি, বড় প্রত্যাশা—সব কিছুর ভার ছিল এই ছবির কাঁধে। আর সেই পরীক্ষাতেই বাজিমাত করলেন রণবীর। যেন আবার প্রমাণ করে দিলেন, তিনি এখনও দৌড়ে এগিয়ে থাকা নায়কদেরই একজন।
3
6
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ছবিটি ৪০০ কোটি টাকার গণ্ডি ছুঁতে চলেছে। ছবি মুক্তির পর থেকেই বহু তারকা ‘ধুরন্ধর’-এর প্রশংসায় মুখর হলেও, এতদিন পর্যন্ত নীরব ছিলেন রণবীর। কোনও সাক্ষাৎকার নয়, কোনও প্রকাশ্য প্রতিক্রিয়াও দেননি তিনি।
4
6
তবে ব্লকবাস্টার সাফল্যের কয়েক দিন পর অবশেষে নিজের প্রথম প্রতিক্রিয়া জানালেন রণবীর। তাও একেবারে ভিন্ন ঢঙে। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ধুরন্ধর’ ছবির একটি সংলাপ শেয়ার করেন রণবীর। ছবিতে আর. মাধবনের চরিত্রের বলা সেই সংলাপ ছিল, ‘ভাগ্যের খুব সুন্দর একটা অভ্যাস আছে। সময় এলেই ও বদলে যায়। কিন্তু এখন… নজর আর ধৈর্য।’
5
6
প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই নতুন স্পাই থ্রিলারটি মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। রণবীর সিং অভিনীত এই ছবি বর্তমান গতি বজায় রাখতে পারলে, চলতি বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে।
6
6
দ্বিতীয় সপ্তাহের রবিবার ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসে। ওই দিন শুধুমাত্র ভারতেই ‘ধুরন্ধর’ নেট আয় করেছে ৫৯ কোটি টাকা। এর ফলে দ্বিতীয় উইকেন্ড শেষে ছবিটির মোট ঘরোয়া আয় দাঁড়িয়েছে ১৪৪.৫০ কোটি টাকা, যা প্রথম উইকেন্ডের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। মাত্র ১০ দিনে ভারতীয় বাজারে ছবিটির মোট নেট কালেকশন ৩৫১.৭৫ কোটি টাকা, যা গ্রস হিসেবে দাঁড়াচ্ছে প্রায় ৪২২ কোটি টাকা।