আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজ চলছে। দুই টেস্টের পর অস্ট্রেলিয়া এগিয়ে ২–০ ব্যবধানে। বুধবার থেকে অ্যাডিলেডে শুরু হবে তৃতীয় টেস্ট। কিন্তু তার আগেই সিডনির বন্ডি বিচে ঘটে গেল জঙ্গি হামলা। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ হামলা চালায়। মৃতের সংখ্যা অন্তত ১৬। আহত অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি। দুই দেশের ক্রিকেট বোর্ডই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে, অ্যাশেজে ধারাভাষ্য দিতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। অ্যাডিলেড টেস্টের আগে তিনি সিডনির বন্ডি বিচে গিয়েছিলেন। আর গিয়েই বিপত্তি। জঙ্গি হামলায় কোনওমতে রক্ষা পেয়েছেন ভন।
জানা গেছে, যখন দুই বন্দুকবাজ হামলা করেছিল, তখন বিচের পাশেই একটি রেস্তরাঁয় ছিলেন ভন। গুলির শব্দ শুনেই দৌড়ে চলে যান রেস্তরাঁর শৌচাগারে। ভন বলেছেন, ‘বাইরে একের পর এক গুলির শব্দ পাওয়া যাচ্ছিল। সময় নষ্ট না করে শৌচাগারে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। আমার সঙ্গে অবশ্য আরও অনেকে ছিল। যতক্ষণ গুলির শব্দ পাওয়া যাচ্ছিল, ততক্ষণ বার হইনি।’
পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তারক্ষীরা ভনদের উদ্ধার করেন। দ্রুত পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ভন। পাশাপাশি সিডনির ফলবিক্রেতা আহমেদ আল আহমেদেকেও ধন্যবাদ জানিয়েছেন ভন। নিজের জীবনের তোয়াক্কা না করে বন্দুকধারী আততায়ীকে একা সামলেছিলেন তিনি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহমেদ।
প্রসঙ্গত, সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কাহ’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। অন্তত ১৬ জন মারা যান। ইহুদিদের উৎসবে নির্বিচারে গুলি চালিয়ে যে দু’জন এই হত্যালীলা চালিয়েছে তারা হল সাজিদ আক্রাম (৫০) ও তার পুত্র নবিদ আক্রাম (২৪)। জানা গেছে এই পিতা–পুত্র পাকিস্তানের নাগরিক কিংবা পাক বংশোদ্ভূত। এদিকে, পুলিশ জানিয়েছে বন্ডি সৈকতের কাছে দু’টি বোমা সক্রিয় অবস্থায় রাখা ছিল। সেগুলিকে চিহ্নিত করে পরে নিষ্ক্রিয় করা হয়।
এই ঘটনার পর দুই ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতিও দিয়েছে। এই ঘটনার পর অ্যাডিলেডের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বুধবার থেকে শুরু হবে টেস্ট। মাঠে ঢোকার সময় বেশ কয়েক বার তল্লাশি করা হবে দর্শকদের। মাঠের ভিতরেও নিরাপত্তারক্ষী অনেক বেশি থাকবে। টেস্ট চলাকালীন অ্যাডিলেডে দু’দেশের পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে। কালো আর্মব্যান্ড পরে খেলবেন ক্রিকেটাররা। বুধবার খেলা শুরুর আগে শ্রদ্ধা জানানো হবে মৃতদের।
