আজকাল ওয়েবডেস্ক: লিন্ডি ক্যামেরণ ভারতে ব্রিটেনের নতুন হাইকমিশনার নিযুক্ত হয়েছেন। তিনি অ্যালেক্স এলিসের পদে এলেন। যদিও এলিস, অন্য একটি কূটনৈতিক পদে বদলি হয়েছেন।
 লিন্ডিই হবেন এদেশে প্রথম মহিলা ব্রিটিশ হাইকমিশনার। যদিও ব্রিটেনে ১৯৫০ থেকে এখনও পর্যন্ত দিল্লি তিনজন মহিলা হাইকমিশনার পাঠিয়েছে। সূত্রের খবর, এপ্রিলের শেষের দিকেই তিনি কাজে যোগ দেবেন। দুটি দেশের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে নিযুক্ত হলেন তিনি। যদিও লোকসভা ভোটের ফল প্রকাশ পর্যন্ত এই আলোচনা স্থগিত রাখা হয়েছে। ভারতে ব্রিটেনের নতুন হাইকমিশনার পদে নিযুক্ত হয়ে উচ্ছ্বসিত লিন্ডি নিজের সমাজমাধ্যমে খুশি প্রকাশ করেছেন।