আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডে শিশু সহ ৫ জনের উপর ছুরি নিয়ে হামলা দুষ্কৃতীর। রাজধানী ডাবলিনে দুষ্কৃতীর ছুরির আঘাতে জখম হন তিন শিশুসহ পাঁচ জন। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে স্থানীয়রা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যাহত হয় যান চলাচল। 
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ডাবলিনের সিটি সেন্টার এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ডাবলিনের একটি স্কুলের বাইরে এক দুষ্কৃতী শিশুদের ওপর হামলা চালায়। আইরিশ পুলিশ প্রধান ড্রিউ হ্যারিস এই ঘটনার জন্য এক ডানপন্থী সংগঠনকে দায়ী করেছেন। হামলায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর জখম হয়েছে।
বাকি দুই শিশুর বয়স যথাক্রমে ৬ ও ৫। গুরুতর আহত এক মহিলাও চিকিৎসাধীন। সন্দেহভাজন হামলাকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি। তার বয়স পঞ্চাশের কাছাকাছি বলে জানা গেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ডাবলিনের সিটি সেন্টার এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ডাবলিনের একটি স্কুলের বাইরে এক দুষ্কৃতী শিশুদের ওপর হামলা চালায়। আইরিশ পুলিশ প্রধান ড্রিউ হ্যারিস এই ঘটনার জন্য এক ডানপন্থী সংগঠনকে দায়ী করেছেন। হামলায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর জখম হয়েছে।
বাকি দুই শিশুর বয়স যথাক্রমে ৬ ও ৫। গুরুতর আহত এক মহিলাও চিকিৎসাধীন। সন্দেহভাজন হামলাকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি। তার বয়স পঞ্চাশের কাছাকাছি বলে জানা গেছে।
