আজকাল ওয়েবডেস্ক: ফের করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনী প্রচার মাঝপথে থামিয়ে ঘরবন্দি হলেন তিনি। বুধবার রাতে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জাঁ পিঁয়ের তরফে ঘোষণা করা হয়েছে, বাইডেনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়া তাঁর। মৃদু উপসর্গ রয়েছে। হালকা জ্বর, সর্দিকাশির মতো উপসর্গ আছে তাঁর।

বুধবার লাস ভেগাসের এক সভায় বাইডেনের যোগদানের কথা ছিল। কিন্তু ঠিক তার আগেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি করে নিজের ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়ানে চড়ে লাস ভেগাস ছাড়েন। বর্তমানে ডেলাওয়ারে নিজের বাসভবনে নিভৃতবাসে রয়েছেন বাইডেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন তিনি। প্রশাসনিক সমস্ত কাজ ডেলাওয়ার থেকে পরিচালনা করবেন।

যদিও লাস ভেগাস ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেছেন, 'আমি ভাল আছি'! মঙ্গলবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরেই বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে ডেমোক্র্যাটদের একাংশ সরে দাঁড়ানোর আবেদন করেছেন। শারীরিক অক্ষমতাই মূল কারণ বলে জানিয়েছেন তাঁরা। গত সপ্তাহে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ভয়াবহ হামলা হয়েছিল। যদিও আহত হয়েও জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। এদিকে নির্বাচনের চার মাস আগে ঘরবন্দি হতে হল বাইডেনকে। আদৌ নির্বাচনে বাইডেন লড়বেন কি না, সেই প্রশ্ন উঠেছে।