আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের সঙ্গে ভারতের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ সাতায়েহর সঙ্গে কথা বলে তিনি জানিয়ে দেন বরাবরই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষপাতী ভারত। ইজরায়েল-হামাস সংঘর্ষেও রাষ্ট্রসংঘে ভারত বলেছিল প্যালেস্টাইন স্বাধীন ও সার্বভৌম মর্যাদা পাক। এদিন নিজের এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্যালেস্টাইনের সঙ্গে ভারতের অবস্থানও স্পষ্ট করা হয়েছে। আগামী দিনেও এই যোগাযোগ থাকবে। প্রসঙ্গত, কয়েকদিন আগে লোকসভায় গাজা প্রসঙ্গে কথা ওঠে। সেখানেই জয়শঙ্কর জানিয়েছিলেন, হামাস-ইজরায়েল যুদ্ধে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। শান্তিপূর্ণভাবে যদি আলোচনা করা যায় তবে তা হত সবথেকে ভালো উপায়। ইজরায়েলের ওপর হামাসের হামলারও নিন্দা করে ভারত।